শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২১, ০১:৪৭ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২১, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লকডাউনে সংসদ সদস্য হিসেবে অসহায় মানুষদের পাশে মমতাজ

বিনোদন ডেস্ক : সম্প্রতি রায়হান রাফির ‘দামাল’ সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন ফোকগানের নন্দিত তারকাশিল্পী মমতাজ। ‘এ এক আজব বুড়ো খোকা, মাথায় ঘোরে খেলার পোকা’ কথার গানটি লিখেছেন রাসেল মাহমুদ ও সুর-সংগীত করেছেন আরাফাত মোহসীন নিধি।

গানটি প্রসঙ্গে মমতাজ বলেন, ‘গানের কথা, ‍সুর-সংগীত আমার কাছে দারুণ লেগেছে। নিধির সুর-সংগীতে এর আগেও আমি একটি গান গেয়েছি। এ নিয়ে তার সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ। গানটি এত চমৎকার যে, এর সুর আমার মাথায় বারবার ঘুরেফিরে আসছে। কিছু গানের প্রতি অগাধ ভালোবাসা তৈরি হয়ে যায়। এটি ঠিক তেমনি এক গান। সিনেমাটি মুক্তিযুদ্ধের গল্পের। আমার বিশ্বাস, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

এরই মধ্যে নতুন আর কী গানে কণ্ঠ দিয়েছেন? উত্তরে তিনি বলেন, ‘গত শোক দিবসের কয়েকটি গানে কণ্ঠ দিয়েছি। যা ইতিমধ্যেই প্রচার হয়েছে। এছাড়াও মীর সাব্বিরের পরিচালনায় অনুদানে ছবি “রাতজাগা ফুল”, হাসিবুর রেজা কল্লোলের “বন্ধু” সিনেমায় গান করেছি।’

গান ছাড়া আর কী নিয়ে ব্যস্ত আছেন? জানতে চাইলে মমতাজ বলেন, ‘গানের পাশাপাশি নির্বাচনী এলাকা মানিকগঞ্জ-২ আসনের কাজকর্ম করছি। লকডাউনে সংসদ সদস্য হিসেবে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি। করোনার প্রকোপ যখন বেশি ছিল তখন মন টানলেও সব সময় এলাকায় যেতে পারিনি। কারণ আমি গেলে অনেক লোক জড়ো হয়। এখন আবার নির্বাচনী এলাকায় একটু বেশি সময় দিচ্ছি।’

করোনার কারণে তো স্টেজ শো বন্ধ। মঞ্চের সময়গুলো মিস করছেন? উত্তরে তিনি বলেন, ‘একজন শিল্পীকে মঞ্চের স্মৃতি যে কতটুকু আনন্দ দেয়, তা বলে বোঝানো যাবে না। মঞ্চে গাইতে না পারলে শিল্পীজীবন শূন্য মনে হয়। প্রতিনিয়তই এই শূন্যতা অনুভব করি। কিন্তু পরিস্থিতির কথা মনে করে নিজেকে সান্ত্বনা দেই। দোয়া করি, সব কিছু যেন তারাতারি ঠিক হয়ে যায়। আবার আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারি। দর্শকদের নিয়ে আবার মঞ্চ মাতিয়ে তুলতে পারি।’ সময় নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়