শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২১, ১২:১৫ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শওগাত আলী সাগর: কানাডার মন্ত্রীর বক্তৃতার মাঝে হঠাৎ চিৎকার কিন্তু উত্তেজিত হলেন না বিল

শওগাত আলী সাগর: ঘটনাটা ঘটে বিল বক্তৃতা শুরুর কয়েক মিনিটের মাথায়। প্রথমে একজন চিৎকার করে একটা প্রশ্ন করে, প্রশ্নটা ছিলো কোভিডের ভ্যাকসিনেশন নিয়ে। বিল তার জবাব দিতে না দিতেই প্রশ্নকর্তা চিৎকার করে বলতে শুরু করেন- ইউ আর লায়িং, ইউ আর অ্যা লায়ার। ফেসবুক থেকে
মাত্র কয়েক হাতের ব্যবধানে দাড়িয়ে একটা লোক কীনা একজন জাতীয় নেতা, ফেডারেল মন্ত্রীকে মিথ্যাবাদী বলছেন, তাও একেবারে মুখের উপর। বিল কয়েকবার জবাব দেয়ার চেষ্টা করেন। ততক্ষণে আরেকজন যুক্ত হয়ে গেছে এবং চিৎকার করতে শুরু করেছে।
বিল এবার আহ্বান জানান- প্রোগ্রামটা শেষে আমরা বসতে পারি, তোমাদের সব প্রশ্ন নিয়ে আলোচনা হতে পারে।
কিন্তু বিলের প্রস্তাবের দিকে কোনো ভ্রুক্ষেপ নেই লোকটার। টানা চিৎকার করতে থাকে লোকটা। বিলের বক্তৃতা আর লোকটার চিৎকার সমানতালে চলতে থাকে।বোঝা যায়, বিলের বক্তৃতা করতে সমস্যা হচ্ছে।কিন্তু তিনি একটু উত্তেজিত হলেন না, ধমক তো দূরের কথা লোকটাকে নিয়ে বিরুপ কোনো মন্তব্যই করলেন না।
ঘটনা ঘটছে বিল ব্লেয়ারের অফিসের সামনে, তার নির্বাচনী প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে। কোনো মঞ্চ নয়, এক পাশে দাড়িয়ে বক্তৃতা করছিলেন কানাডার ফেডারেল সরকারের পাবলিক সেফটি মন্ত্রী বিল ব্লেয়ার। তার সামনে সবাই তার কর্মী সমর্থক। একেবারে সামনে এসে বিল ব্লেয়ারের মুখোমুখি দাঁড়িযে চিৎকার করে তার বক্তব্যে বাঁধা দিচ্ছে একটা লোক। অথচ কেউ তাকে সরিয়ে দেয়ার চেষ্টা করছে না, পাল্টা ধমক দেয়ার চেষ্টা করছে না। আক্রমণ তো চিন্তার বাইরের ব্যাপার!
হঠাৎ একটা ফিসফিসানি টের পাওয়া যায় সভাস্থলে। বিল ব্লেয়ার কেবল ফেডারেল পূর্ণমন্ত্রীই নন,দীর্ঘ দিন টরন্টো পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।চৌকষ পুলিশ কর্মকর্তা ছিলেন। ভীড়ের ফিসফিসানীর বার্তাটা সম্ভবত তিনি আঁচ করে ফেলেন- বুঝতে পারেন কর্মীরা ক্ষেপে যাচ্ছে। -’কানাডা হচ্ছে বাক স্বাধীনতার দেশ। এই যে ভদ্রলোক যা বলছেন, যা করছেন- এটি তার অধিবকার, এটি তার স্বাধীনতা। একজন মন্ত্রী, এমপি, জনপ্রতিনিধিকে মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করার, নিজের বক্তব্য দেয়ার অধিকার এই দেশ তাকে দিয়েছে। প্রতিটি কানাডীয়ানের এই অধিকার আছে। এটিই হচ্ছে- বিউট অব কানাডা, কানাডার সৌন্দর্য!’- বিলের বক্তব্যে কর্মীদের সংযত থাকার ঈঙ্গিত।
ভীড়ের ফিসফিসানীটা মুহুর্তে থেমে যায়। কিন্তু লোকটার চিৎকার চেচামেচি থামে না। কোভিড শুরুর পর এই প্রথম কোনো পাবলিক প্রোগ্রামে গেলাম আজ। আর সেখানেই ভিন্নরকমের এই অভিজ্ঞতাটা হলো। বিল যখন বক্তৃতা শেষ করে কর্মী সমর্থকদের সাথে কুশল বিনিময় করছিলেন- তখনো লোকটা বিলের সামনে হেটে চেঁচামেচি করছিলো। একসময় সম্ভবত ক্লান্ত হয়ে নিজেই কেটে পরেন। পুরো ঘটনায় আমি বিলের উপর তীক্ষ্ণ নজর রাখছিলাম। তার চেহারার অভিব্যক্তির পরিবর্তনটা বোঝার চেষ্টা করছিলাম। আশ্চর্য! যেনো কিছুই হচ্ছে না, এমন একটা অভিব্যক্তি চোখেমুখে ধরে রেখে তিনি তার নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক শুরুর ঘোষণা দেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়