শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২১, ০২:৩২ রাত
আপডেট : ২৩ আগস্ট, ২০২১, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে বিয়ে নজর কাড়ল বিশ্ব মিডিয়ার

আন্তর্জতিক ডেস্ক: নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির ছেলে ইউসুফ বুহারির বিয়ে আলোচনার ঝড় তুলেছে দেশে এবং বিদেশের মিডিয়ায়। শনিবার অনুষ্ঠিত নজিরবিহীন জাঁকজমকপূর্ণ এই বিয়ের কনে দেশটির বিশিষ্ট ধর্মীয় নেতা আদো বায়েরের মেয়ে জহরা নাসির।

তাদের বিয়ে হয়েছে দেশটির কানো শহরে। এ উপলক্ষ্যে উত্তর নাইজেরিয়ার এই শহরটিতে ব্যক্তিগত বিমানে করে জমায়েত হয়েছিলেন নাইজেরিয়া এবং পশ্চিম আফ্রিকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই বিয়ে ছিল দেশটিতে এ বছরের সবচেয়ে বড় অনুষ্ঠান। বিয়েটি অনুষ্ঠিত হয়েছে কানো রাজ্যের বিচি শহরের আমিরের প্রাসাদে। কয়েক হাজার মানুষ বিয়ের অনুষ্ঠানে অংশ নেন। অনেকে বলছেন, এই বিয়ের অনুষ্ঠান ছিল নজিরবিহীন।Buhari, governors, others to attend son's wedding in Kano Friday

বিবিসি জানায়, যুক্তরাজ্যের সারে বিশ্ববিদ্যালয়ে এই জুটির প্রথম দেখা হয়। এরপর থেকেই ভালোবাসা। শনিবারে বিয়ের আনুষ্ঠানিকতার মধ্যেই কনের বাবা নাসির আদো বায়েরেকে আনুষ্ঠানিকভাবে বিচি শহরের আমিরাত হিসেবে ঘোষণা করা হয়।

বরের পরিবার কনেকে মোহরানা হিসেবে ৫ লাখ নাইরা (প্রায় ১ লাখ টাকা) দিয়েছে, যা উত্তর নাইজেরিয়ায় অনুষ্ঠিত সাধারণ বিয়েতে দেওয়া মোহরানার ১০ গুণ। কোনো কোনো তথ্য অনুসারে অনুষ্ঠানে কমপক্ষে ১০০টি বেসরকারি জেট বিমান বিমানবন্দরে অবতরণ করেছিল ভিআইপি অতিথিদের নিয়ে আসার জন্য। তবুও প্রেসিডেন্ট পরিবারের পক্ষ থেকে আফসোস করে বলা হয়েছে, করোনা ভাইরাস মহামারির কারণে বিয়ের আয়োজন সীমিত পরিসরে করা হয়েছে।Yusuf Buhari and Zahra Bayero wedding fotos: President Muhammadu Buhari son  fatiha fotos - BBC News Pidgin

বিয়ের অনুষ্ঠানটি পরিচালনা করেন যোগাযোগমন্ত্রী ঈসা আলি। তিনি মন্ত্রীর পাশাপাশি এক জন ইমামও। দেশের অনেক প্রখ্যাত রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির পূর্বসূরি গুডলাক জোনাথন, যাকে তিনি ২০১৫ সালের নির্বাচনে পরাজিত করেছিলেন। বিদেশি অতিথিদের মধ্যে ছিলেন গাম্বিয়ার ফার্স্ট লেডি ফাতুমাতা এবং প্রতিবেশী নাইজারের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু ইসোফুসহ অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়