শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২১, ০২:২৬ রাত
আপডেট : ২৩ আগস্ট, ২০২১, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশরাফ ঘানিসহ একাধিক নেতাকে ক্ষমা করলো তালিবান

বাংলা ট্রিবিউন : দেশ ত্যাগ করা প্রেসিডেন্টকে ক্ষমা করে দেয়ার কথা পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান  সিনিয়র তালিবান নেতা সিনিয়র নেতা খলিলুর রহমান হাক্কানি।

গত রবিবার তালিবান কাবুলের প্রান্তে পৌঁছানোর পর প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে ‘গাড়ি ও ব্যাগভর্তি’ অর্থ নিয়ে পালিয়ে যান আশরাফ ঘানি। প্রাথমিকভাবে জানা যায়, তিনি আফগানিস্তান ছেড়ে প্রতিবেশী তাজিকিস্তান বা উজবেকিস্তানে পালিয়েছেন। পরে তার ওমানে যাওয়ার খবরও শোনা যায়। বুধবার (১৮ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে তিনি সেই দেশে অবস্থান করছেন। তালিবান নেতা বলেন, ‘আমরা আশরাফ গণি, আমরুল্লাহ সালেহ ও হামদুল্লাহ মোহিবকে ক্ষমা করে দিয়েছি। তালিবানের সঙ্গে এই তিনজনের বিরোধ ছিল শুধু ধর্মের জায়গা থেকে’।

হাক্কানি বলেন, আমাদের দিক থেকে আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি; আমাদের বিরুদ্ধে লড়াই করা জেনারেল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত।

হাক্কানি আরও বলেন, যারা পালাচ্ছেন তারা ঠিক করছেন না। ‘শত্রুরা’ গুজব ছড়াচ্ছে যে, তালিবান তাদের ওপর প্রতিশোধ নেবে। তাজিক, বালুচ, হাজারা ও পশতুনরা সবাই আমাদের ভাই। সব আফগান আমাদের ভাই। তাই তারা চাইলে দেশে ফিরতে পারে।

সাক্ষাৎকারে তালিবান নেতা দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তালিবান যুদ্ধ শুরু করেনি। মাতৃভূমি দখল করার পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তারা অস্ত্র ধরেছেন এবং মার্কিন সংস্কৃতি, ধর্ম ও দেশটির বিরুদ্ধে লড়াই করেছেন তারা। তিনি বলেন, আমেরিকা আমাদের দেশে, আমাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করছিল। কিন্তু আল্লাহ যুদ্ধের গনিমতের মাল হিসেবে মার্কিন অস্ত্র তালিবানকে দিয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়