শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২১, ০৯:২০ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২১, ০৯:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘরের মাঠের সুবিধা আদায় নিয়ে সমস্যা দেখছেন না সাকিব

নিজস্ব প্রতিবেদক : [২] সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে টি-২০ সিরিজ জিতেছে বাংলাদেশ। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো হয়েছে মন্থর ও নীচু উইকেটে। এ উইকেটে মানিয়ে নিতে বেশ ভুগেছে সফরকারী অস্ট্রেলিয়া। নিজেদের শক্তিমতার কথা চিন্তা করে ঘরের মাঠে পিচ বানানো নিয়ে যারা সমালোচনা করেছেন তাদের এক হাত নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

[৩] মিরপুরের পিচ ছিল স্পিন সহায়ক। বাংলাদেশের মেহেদী, নাসুম, সাকিবদের খেলতে গিয়ে অস্বস্তিতে ছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। এমন মন্থর উইকেটে পেসার মুস্তাফিজুর রহমানও বেশ কার্যকরী। সব মিলিয়ে বাংলাদেশের বোলিং আক্রমণ সামাল দেওয়া এ পিচে অস্ট্রেলিয়ার জন্য ছিল ভীষণ কঠিন এক কাজ।

[৪] এমন পিচ তৈরি নিয়ে সমালোচনা করেছেন অনেকেই। তাদের নিয়ে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেন, এগুলো তারাই বলে যাদের মনের ভেতরটা শুধু হিংসায় ভরা। তারা বাংলাদেশের অর্জনকে ঈর্ষা করে। ঘরের মাঠে কে নিতে চাইবে না নিজেদের কন্ডিশনের সুবিধা? কোন দল নেয় না সেটা।

[৫] আগামী মাসে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের সব ম্যাচই আয়োজিত হবে মিরপুরে। সেখানেও দেখা যেতে পারে মন্থর উইকেট।

[৬] নিউজিল্যান্ডের হয়ে এ সফরে আসন্ন টি-২০ বিশ্বকাপের স্কোয়াডের কেউ আসবেন না। তবে এ নিয়ে মাথা ঘামাচ্ছেন না সাকিব। তাদের পূর্ণ শক্তির দলের বিরুদ্ধে খেলতে না পারাটা হতাশাজনক হলেও সাকিব মনে করেন এটি নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ডের ব্যাপার।

[৭] সাকিব বলেন, একটু হতাশাজনক তো বটেই। তবে এটাতে আমাদের কিছু করার নেই। এটা ওদের বোর্ডের ব্যাপার, ওদের খেলোয়াড়দের ব্যাপার। আমরা জানি, আমরা নিউজিল্যান্ডের সঙ্গেই খেলতে যাচ্ছি। ওদের বিপক্ষে যতটা ভালো খেলা যায় খেলব। দিন শেষে খেলা হচ্ছে নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের। কোনো খেলোয়াড়ের সঙ্গে খেলোয়াড়ের খেলা হচ্ছে না। - সূত্র : প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়