শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২১, ০৪:৫৯ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২১, ০৫:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন শুরু ১ সেপ্টেম্বর,  চলবে ৪ কার্য দিবস

মনিরুল ইসলাম : [২] জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন আগামী ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন বিকাল ৫টায় সংসদের বৈঠক বসবে। চলবে ৪ কার্য দিবস। করোনাকালীন অন্যান্য অধিবেশনের মতো কঠোর স্বাস্থ্যবিধি মনে চলবে অধিবেশন। এবারও সাংবাদিকদের প্রবেশ থাকবে নিষেধাজ্ঞা। দর্শণার্থী প্রবেশেও থাকবে নিষেধাজ্ঞা। কোভিড-১৯ নেগেটিভ ছাড়া সংসদে প্রবেশ করা যাবে না বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

[৩] এদিকে, জাতীয় সংসদের চীফ হুইপ নুর-ই আলম চৌধুরী বলেন, করোনাকালীন অন্যান্য অধিবেশনের মতোই চতুর্দশ অধিবেশন চলবে। সংক্ষিপ্ত হবে অধিবেশন। কোভিড-১৯ টেষ্ট করে যাদের ফলাফল নেগেটিভ আসবে তারাই অধিবেশনে যোগ দিবেন।

[৪] তিনি বলেন, রেষ্টার অনুযায়ী সংসদ সদস্যরা অধিবেশনে অংশ নিবেন।

[৫] জানা গেছে, আসন্ন অধিবেশনে “জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ বিল, ২০২১” এবং “গান্ধী আশ্রম (ট্রাস্টি বোর্ড) বিল, ২০২১” বিলসহ আরও ৩/৪ টা বিল পাস হবে।

[৬] ১৬ আগষ্ট সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই অধিবেশন আহ্বান করেন।

[৭] তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

[৮] সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের এক অধিবেশন থেকে আরেক অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের বেশি বিরতি দেওয়ার সুযোগ নেই।

[৯] সূত্র জানায়, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই সংক্ষিপ্ত চতুর্দশ অধিবেশন আহবান করা হয়েছে।

[১০] উল্লেখ্য, গত ৩ জুলাই শেষ হয় সংসদের বাজেট অধিবেশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়