শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২১, ০৮:১৪ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২১, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক আরো বেগবান করতে আগ্রহী রাশিয়া ও তুরস্ক

আখিরুজ্জামান সোহান: [২] শনিবার (২১ আগস্ট) আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। আনাদুলু এজেন্সি

[৩] তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে,ফোনালাপে যুদ্ধবিধ্বস্ত দেশটির বিভিন্ন আঞ্চলিক সমস্যা সমাধানের পাশাপাশি তুরস্ক-রাশিয়ার সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক উন্নয়নের বিষয়টিকে জোর দেওয়া হয়েছে।

[৪] এ সময় এরদোগান বলেন, ভবিষ্যত পরিস্থিতি বিবেচনা করে এবং বিমানবন্দরের নিরাপত্তা বজায় রাখার স্বার্থে কাবুল বিমানবন্দর পরিচালনার দায়িত্ব নিতে পারে তুরস্ক। এর ফলে বিদেশীদের আফগানিস্তান ভ্রমণের ভীতি কমে আসবে বলে মন্তব্য করেন তিনি।

[৫] তিনি আরো বলেন, তুরস্ক চায় আফগানিস্তানের রাজনীতিতে একটি সুষ্ঠু পরিবর্তনের পাশাপাশি তালিবানরা অতীতের ভুল থেকে বেড়িয়ে এসে গ্রহনযোগ্য প্রতিনিধিত্বের মাধ্যমে জনগনের অধিকার নিশ্চিত করে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।

[৬] এদিকে ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, এরদোগান এবং পুতিন আফগান ইস্যুতে দ্বিপাক্ষিক সমন্বয় জোরদার করতে সম্মত হয়েছেন।

[৭] তারা আফগানিস্তানে নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠাকে বেশি গুরুত্ব দিচ্ছে বলে বিবৃতিতে জানানো হয় পাশাপাশি সন্ত্রাসবাদ ও মাদক চোরাচালান নিয়ে নিজেদের সতর্ক অবস্থান সম্পর্কে আলোচনা করেন দুই নেতা।ফোনালাপে রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ওপরও জোর দেন এরদোগান।

[৮] উল্লেখ্য, গত সপ্তাহে তুরস্কের দক্ষিণ কাহারামানমারাস প্রদেশে বিধ্বস্ত হওয়া রুশ বিমানটিতে নিহত তুর্কি ও রুশ ক্রুদের জন্য দুই নেতা পারস্পরিক সমবেদনা প্রকাশ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়