শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২১, ০৯:৩১ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২১, ০৯:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর রাজি: ইতিহাস যে স্বীকার করে না সে ইতিহাসের শিকারে পরিণত হয়

আর রাজি: এ নিয়ে কোনো তর্কের অবকাশ নেই যে, বিএনপি-জামায়াত শাসন আমলে গণতন্ত্রকে বিপদগ্রস্ত করতে সম্ভাব্য সব কাজই করা হয়েছিল। চক্রান্ত-ষড়যন্ত্র ইত্যাদি যেসব অজুহাতের কথাই বলা হোক না কেনো তার দায়ভার সম্পূর্ণভাবে শাসক-গোষ্ঠীর। ২১শে আগস্ট-কলঙ্কের দায়ভারও একই বিবেচনায় সেই সময়ের শাসকদের।

যে উদ্দেশ্যে সেদিন বিএনপি-জামায়াতের ক্ষমতাসীন শ্রেণীটি একের পর এক নানান অপকর্ম করে চলেছিল তার পরিণাম হয়েছে তাদের জন্যও ভয়ঙ্কর। তারা কেবল ক্ষমতা থেকে দীর্ঘ দিনের জন্য ছিটকেই পড়েনি বরং কুড়িয়েছে বিবেকবান, গণতন্ত্রকামী মানুষের দ্বিধাহীন ঘৃণা।

ইতিহাস বলে, যারাই গণতন্ত্রকে বিপন্ন করেছে, নানান কৌশল করে নিজেদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার ফন্দি এঁটেছে, তাদের ভাগ্যে জুটেছে একই করুণ পরিণতি। যারা মনে করে, বুদ্ধি করে, কৌশল নিয়ে, গণতন্ত্রকে দুমড়ে-মুচড়ে কিংবা গণতান্ত্রিক চর্চাকে বোকা বানিয়ে ক্ষমতায় থাকা যায়, মানুষের মঙ্গলে কাজ করা যায়, তারা ইতিহাসের শিক্ষাকে কেবল অস্বীকারই করে না বরং ইতিহাসের শিকারে পরিণত হওয়ার পথে যাত্রাও শুরু করে।

২১শে আগস্টের গ্রেনেড-হামলা এবং সে সময়ের বিরোধী দলের নেতাকে খুনের চেষ্টা কেবল ন্যাক্কারজনকই নয় বরং শাসকগোষ্ঠীর জন্য শিক্ষামূলকও বটে। সেই শিক্ষাটা হচ্ছে। গণতন্ত্রকে যদি ক্ষমতায় থাকার সামান্য অন্তরায়ও মনে হয়, তাহলে শাসক দলের উচিত, বুদ্ধি খাটিয়ে, নানান কৌশল না নিয়ে বরং দেশে আরো বেশি গণতন্ত্র নিশ্চিত করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়