শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২১, ০৯:০২ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২১, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফের নয়াপাড়া ক্যাম্পে স্থানীয় ও রোহিঙ্গার বিয়ে, দম্পতি আটক

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার শরনার্থী ক্যাম্প থেকে এক দম্পতিকে আটক করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

[৪] শুক্রবার (২০ আগস্ট) দুপুরে ওই ক্যাম্পের একটি বসতঘর থেকে তাদের আটক করা হয়।

[৫] আটকরা হলেন- হ্নীলা ইউপি একই ক্যাম্পের এইচ বল্ক, শেড৬৬৮বাসিন্দা মোহাম্মদ নুর আলমের মেয়ে শুকতারা (২২) ও পৌরসভার নাইট্যং পাড়ার বাসিন্দা মৃত নবী হোসেনের ছেলে মোঃ ইউনুস (৩২)।

[৬] ১৬আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নয়াপাড়া রেজিস্ট্রার শরনার্থী ক্যাম্পের এইচ ব্লক এলাকার বাসিন্দা শুকতারা ক্যাম্পের এপিবিএন কে খবর দেয়। একজন স্থানীয় ব্যক্তি তাকে অপহরণ করার জন্য তার ঘরে প্রবেশ করেছেন।এমন তথ্যে ওই বাড়িতে এপিবিএন পুলিশের একটি দল অভিযানে যায়। এ সময় টেকনাফ পৌরসভা নাইট্যং পাড়া থেকে আসা এক ব্যক্তিকে আটক করা হয়।

[৭] তিনি বলেন, অনুসন্ধানকালে জানা যায়, তারা বিগত ২০২০ সালের ১৫ডিসেম্বর দুজনের সম্মতিক্রমে বিবাহবন্ধনে আবদ্ধ হয় এবং বর্তমান তাদের মাঝে বনিবনা হচ্ছে না। এরই প্রেক্ষীতে ইউনুস স্ত্রী খুুঁজ খবর নিতে আসলে তার স্ত্রী শুকতারা স্বামীকে আটকানো জন্য মিথ্যা তথ্য দেয়।

[৮] উভয়ের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়