শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২১, ০৮:০৮ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২১, ০৮:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরিজে ফিরে আসতে পারবে ইংল্যান্ড, সাবেক অধিনায়ক নাসের হুসেনের গলায় প্রত্যাশার সুর

স্পোর্টস ডেস্ক : [২] ইংল্যান্ড দলে নেই জোফ্রা আর্চার, বেন স্টোকসের মতো তারকারা, চোটের কারণে সিরিজের মাঝপথেই ছিঁটকে গিয়েছেন স্টুয়ার্ট ব্রডও। নটিংহ্যামে বৃষ্টির সহায়তায় প্রথম টেস্ট কোনরকমে বাঁচালেও লর্ডসে দ্বিতীয় টেস্টে মুখ থুবড়ে পড়ে ইংল্যান্ড দল। ক্রিকেটের মক্কায় জো রুটদের ১৫১ রানে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে ভারতীয় দল। উপরন্তু, দলে নেই জোফ্রা আর্চার, বেন স্টোকসের মতো তারকারা, চোটের কারণে সিরিজের মাঝপথেই ছিঁটকে গিয়েছেন স্টুয়ার্ট ব্রড। এরপরে প্রশ্ন উঠছে, ইংল্যান্ড কি আদৌ সিরিজে কামব্যাক করতে পারবে।

[৩] প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেনের গলায় কিন্তু আশার সুরই ধরা পড়লো। ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎাকারে হুসেন জানান, দলের এতগুলো বোলার আহত হওয়ার পরেই সত্যি বলতে ওদের মুশকিলই (সিরিজে ফিরে আসা) হবে। তবে দ্বিতীয় টেস্টের শেষ দিন সকালবেলায় ওরা জয়ের জায়গায় ছিল। সুতরাং লর্ডস টেস্টে সবটা খারাপ ছিল না। ওরা এক ঘন্টা খুবই খারাপ খেলে আর সেটাই দিনের শেষে ওদের ভোগায়। তবে হেডিংলিতে ছবিটা বদলে যেতেই পারে। হেডিংলির পিচ খুবই পাটা, কিন্তু দলের ব্যাটিং লাইন আপেও দুর্বলতা রয়েছে।

[৪] লর্ডস টেস্টে ৬০ ওভারও টিকতে পারেনি ইংলিশ ব্যাটসম্যানরা। এরপরেই ইংল্যান্ডের ক্রিকেট মহলে সমালোচনার ঢেউ উঠেছে। নাসেরের মতে এই ঘটনাটা হওয়ারই ছিল। বহুদিন ধরেই এই পর্যায়ের ব্যাটিং ব্যর্থতা হবে হবে করছিল। তবে শুধু ইংল্যান্ড নয়, গোটা বিশ্বেই লাল বলের ক্রিকেটে ব্যাটসম্যানরা সমস্যায় পড়ছেন।

[৫] শুধুমাত্র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট ভারত ও নিউজিল্যান্ড ছাড়া কোন দলেই তেমন উচ্চ স্তরের লাল বলের ব্যাটসম্যান নেই। দাবি প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কের। - ডেইলি মেইল/ হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়