শিরোনাম
◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২১, ০৪:১০ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২১, ০৪:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তালেবানদের দখলে আফগান ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ কী? এ নিয়ে শঙ্কার শেষ নেই। রশিদ খান, মোহাম্মদ নবীরা আকুতি জানিয়েছিলেন টুইটারে তাদের দেশ বাঁচাতে, মানুষদের রক্ষার্থে।

কে শোনে কার কথা! আফগানিস্তান এখন তালেবানদের দখলে। আসন্ন বিশ্বকাপ নিয়েও শঙ্কা জাগে দেশের শাসন যখন তালেবানদের হাতে চলে যায়।

তবে তালেবান নেতারা জানিয়ে দেন, কোনও শঙ্কা নেই ক্রিকেট নিয়ে। যেভাবে চলে আসছিল সেভাবেই চলবে। তবে রাজধানী কাবুল দখলের পঞ্চম দিবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডেও (এসিবি) সশস্ত্র অবস্থান নিয়েছে তালেবান সদস্যরা। তবে কী ক্রিকেটেও হস্তক্ষেপ শুরু করতে যাচ্ছে তালেবন? এমন প্রশ্ন উঠে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়ার পর।

জানা যায়, বৃহস্পতিবার তালেবান সদস্যরা এসিবিতে ঢুকে পড়ে ভারী অস্ত্র নিয়ে। এসময় এসিবি কার্যালয়ে তাদের অবস্থান নেয়ার ছবি, ভিডিও প্রকাশ পায়।

সেখানে তালেবানদের সহায়তা করেতে দেখা গেছে আফগানিস্তানের হয়ে দুটি ওয়ানডে খেলা সাবেক ক্রিকেটার আব্দুল্লাহ মাজারি। এদিকে এসিবি প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি এর আগে বলেন, আফগানিস্তানের ক্রিকেটের কোনো ক্ষতি হবে না তালেবানের কারণে।

এর আগে তালেবান নেতা সুহাইল শাহীন উর্দু নিউজকে বলেন, “আফগানিস্তানে ক্রিকেট অব্যাহত থাকবে। আগেও যেমন ক্রিকেটের উন্নতিতে কাজ করেছিলাম আমরা, এখনও করব। আমরাই তো সারা বিশ্বকে চিনিয়েছিলাম আফগানিস্তান ক্রিকেট খেলে।”

তিনি আরও বলেন, মনে পড়ে, আমি আর মোল্লা আব্দুস সালাম জায়ীফ ভাই তালেবান শাসনামলে ইসলামাবাদ গিয়েছিলাম পাকিস্তানের সঙ্গে আমাদের খেলা দেখতে। আফগান ক্রিকেটের উন্নতিতে আমরা সব রকম চেষ্টা চালিয়ে যাব। আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়