শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২১, ০৯:৩৫ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২১, ০৯:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লঙ্কান বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের দ্বন্দ্বের অবসান, কেন্দ্রীয় চুক্তিতে ১৮ জন

স্পোর্টস ডেস্ক: [২] অবশেষে অবসান ঘটলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের চুক্তি নিয়ে চলমান বিরোধ। জাতীয় চুক্তিতে সই করেছেন ১৮ জন খেলোয়াড়। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এক ঘোষণায় জানায়, চুক্তি করা ক্রিকেটারদের মধ্যে নেই অ্যাঞ্জেলো ম্যাথুজের নাম।

[৩] গত মে মাসে পাঁচ পয়েন্টের গ্রেডিং সিস্টেমের প্রস্তাব দেয় এসএলসি। চুক্তির জন্য ক্রিকেটারের সংখ্যা ৩২ থেকে কমিয়ে ২৪ জন করা হয়। কিন্তু চুক্তির প্রস্তাব নিয়ে স্বচ্ছতার অভিযোগ তুলে তা প্রত্যাখ্যান করেন ক্রিকেটাররা। তবে সফর চুক্তির ভিত্তিতে তারা ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে সিরিজ খেলেছিল।

[৪] এই চুক্তি কার্যকর হচ্ছে ১ আগস্ট থেকে। মেয়াদ শেষ হবে ঠিক পাঁচ মাস পর, এই বছরের শেষ দিন ৩১ ডিসেম্বরে। নিষেধাজ্ঞা থাকা দানুশকা গুনাথিলাকা, নিরোশান ডিকবেলা ও কুশল মেন্ডিস চুক্তি থেকে বাদ পড়েছেন।

[৫] কেন্দ্রীয় চুক্তিতে সই করা খেলোয়াড়রা: ধনঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা, দিমুথ করুণারত্নে, সুরাঙ্গা লাকমল, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লাসিথ এম্বুলদেনিয়া, পাথুম নিশানকা, লাহিরু থিরিমান্নে, দুষ্মন্ত চামিরা, দিনেশ চান্ডিমাল, লাকশান সান্দাকান, বিশ্ব ফার্নান্ডো, ওশাডা ফার্নান্ডো, রমেশ মেন্ডিস, লাহিরু কুমারা, আশেন বান্দারা, আকিলা ধনঞ্জয়া। লঙ্কাটাইমস, ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়