শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২১, ০৭:১৪ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২১, ০৭:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারাদেশে ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ২২১ ডেঙ্গু রোগী

শাহীন খন্দকার: [২] শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে নতুন ভর্তি রোগী ২১২ জন । এছাড়া ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯ জন।

[৩] এ নিয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৯০ জন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ১হাজার ৯৪ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৯৬ জন ভর্তি আছেন। এদিকে চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭হাজার ৪৭২ জন ছাড়িয়েছে।

[৪] এছাড়াও শুক্রবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ২২১ জন রোগীর মধ্যে ঢাকার সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৭৫ জন ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৩৭ জন ডেঙ্গু রোগীভর্তি।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট ৭ হাজার ৪৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ২৫১ জন। চলতি বছর জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন ও ২০ আগস্ট পর্যন্ত ৪হাজার ৮১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়