শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২১, ০৬:৫১ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২১, ০৬:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অল্পের জন্য রক্ষা পেলো পঞ্চগড় এক্সপ্রেসের হাজার যাত্রী

আব্দুল্লাহ মামুন: [২] জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটায় গ্রামবাসীর বুদ্ধিতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন একটি ট্রেনের প্রায় এক হাজার যাত্রী। শুক্রবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৬টায় বালিঘাটার কোকতারা গ্রামে এ ঘটনা ঘটে। সময়টিভি

[৩] গ্রামবাসীরা জানায়, গ্রামের শফিকুল ইসলাম, ভাতিজা গোলজার হোসেন ও স্থানীয় তরুণ নাজির হোসেন সকালে হাঁটতে গিয়ে রেল লাইনের একটি অংশ ভাঙা দেখতে পান। ততক্ষণে সকালের ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস পার হওয়ার সময় হয়ে গেছে। তারা দ্রুত সিদ্ধান্ত নেন ট্রেনটি থামাবেন, নয়তো দুর্ঘটনা ঘটতে পারে। এ সময় তারা লাইনের ভাঙা অংশ থেকে বেশ কিছুটা সামনে এগিয়ে যান এবং লাল গামছা নিয়ে লাইনের ওপর দাঁড়িয়ে থাকেন।

[৪] ট্রেনের লোকোমাস্টার শাহ আলম জানান, ট্রেনটি চলছিল ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার গতিতে। সকাল সাড়ে ৬টার দিকে কোকতারা এলাকায় কয়েকজন লোক লাল গামছা নেড়ে ট্রেন থামানোর জন্য সংকেত দেন। এ সময় আমরা ট্রেনের গতি নিয়ন্ত্রণ করি। থামার পর দেখা যায়, মাত্র ৫০ গজ দূরেই লাইনের একটা অংশ প্রায় ৮ ইঞ্চি জায়গা ভেঙে রয়েছে। কালের কন্ঠ

[৫] জানা গেছে, স্থানীয় শফিকুল ইসলাম, তার ভাতিজা গোলজার হোসেন ও স্থানীয় তরুণ নাজির হোসেন রেল লাইনের ভাঙা অংশ দেখে ট্রেন থামানোর সিদ্ধান্ত নেন। এরপর তারা একটি লাল কাপড় নিয়ে বেশ কিছুদূর এগিয়ে যান। আর শফিকুল ও গোলজার লাল গামছা নিয়ে অবস্থান নেন ভাঙা অংশের সামনে। সংকেত দেখে ৮০ কিলোমিটার বেগে ধাবমান ট্রেনটি দ্রুত থামিয়ে ফেলা সম্ভব হয় লোকোমাস্টারের পক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়