শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২১, ০৪:৫৯ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২১, ০৪:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সম্মেলনের মাধ্যমে ছাত্রলীগকে কমিটি দিতে হবে: মির্জা আজম

আব্দুল্লাহ মামুন: [২] শুক্রবার (২০ আগস্ট) সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ আয়োজিত শোকসভায় তিনি এ কথা বলেন। সময়টিভি।

[৩] এ সময় তিনি ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদককে উদ্দেশ করে মির্জা আজম বলেন, সম্মেলনের মাধ্যমে কমিটি করতে হবে। জেলায় জেলায় গিয়ে সম্মেলন করে নেতা নির্বাচনের তাগিদ দেন তিনি। বলেন, সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব বাছাই করা সম্ভব।

[৪] তিনি বলেন, 'সম্মেলনের মাধ্যমে কমিটি দিলে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের সম্পর্ক বাড়ে। আবার জেলা সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি প্রধান অতিথি থাকলে সংশ্লিষ্ট জেলার নেতারা দেখা যায় তার সাক্ষাৎ পেল। এমনো হতে পারে কেন্দ্রীয় সভাপতির সঙ্গে জেলার সভাপতি বা সম্পাদকের একবারই সাক্ষাৎ হলো।' তাই জেলা সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদকের অনুমতি নিয়ে তাদের উপস্থিতিতে কমিটি গঠনের নির্দেশ দেন মির্জা আজম।

[৫] ছাত্রলীগের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে তিনি বলেন, 'সম্প্রতি ছাত্রলীগের কিছু কিছু কর্মকাণ্ড আমাদের খুব পীড়া দেয়। ছাত্রলীগের সাবেক কর্মী হিসেবে এ ধরনের নেতিবাচক কর্মকাণ্ড আমাদের খুব কষ্ট দেয়।'

[৬] শোকসভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরাও উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়