শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২১, ০২:৩১ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২১, ০২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবস্থার উন্নতি, লাইফ সাপোর্ট থেকে মুক্ত সাবেক ক্রিকেটার ক্রিস কেয়ার্নস

স্পোর্টস ডেস্ক : [২] শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ক্রিস কেয়ার্নসের। গত সপ্তাহে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। অবস্থার উন্নতি হওয়ায় তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে। পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

[৩] গত সপ্তাহে সাবেক নিউজিল্যান্ড অলরাউন্ডার ক্রিস কেয়ার্নসের হৃদযন্ত্রের মূল ধমনীতে সমস্যা দেখা দেয়। শরীরের মূল ধমনী ছিঁড়ে গিয়ে স্বাভাবিক রক্ত চলাচল ব্যাহত হয়েছিল বলে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পড়ে যান তিনি। এরপর নিউজিল্যান্ড থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছিল সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালে। এরপর লাইফ সাপোর্টে রাখা হয় তাকে।

[৪] তবে আশার কথা হলো সেই অবস্থা থেকে উন্নতি হয়েছে তার। অবশেষে ৫১ বছর বয়সী এই সাবেক ক্রিকেটারকে মুক্তি দেওয়া হয়েছে লাইফ সাপোর্ট থেকে।

[৫] হাসপাতালে ক্রিসে কেয়ার্নসের এক দফা অস্ত্রোপচার হয়। চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়, অবস্থা গুরুতর হলেও তিনি ভালোই আছেন। তাই তাকে রাখা হয়েছিল লাইফ সাপোর্টে।

[৬] শুক্রবার (২০ আগস্ট) পরিস্থিতি আগের থেকে ভালো হওয়ায় চিকিৎসকরা এই সিদ্ধান্ত নেন। কেয়ার্নসের পরিবারের একজন মুখপাত্র নিশ্চিত করেন বিষয়টি। এদিকে কেয়ানর্সের আইনজীবী অ্যারন লয়েড সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ক্রিসকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে আনা হয়েছে। সে তার পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে পারছে এখন। তার পরিবার আপনাদের সমর্থন ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে, পাশাপাশি নিরবচ্ছিন্ন গোপনীয়তা রক্ষারও আহ্বান করেছে। - সময়টিভি/ ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়