শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২১, ০১:০৫ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২১, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, উদ্ধার ১২

ডেস্ক রিপোর্ট : নোয়াখালীর হাতিয়া উপজেলায় মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় হেজু মিয়া (১৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় ১২ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে হাতিয়া উপজেলার ঠেঙ্গাচরের পশ্চিমে মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ব্যক্তি উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রেহানিয়া গ্রামের বেচু মিয়ার ছেলে হেজু মিয়া।

জানা যায়, বুধবার (১৮ আগস্ট) রাত ১টার দিকে হাতিয়া থেকে মাছ শিকারের জন্য ১৩ জন মাঝিমাল্লাসহ মেঘনা নদীতে যায় একটি ট্রলার। এ সময় ট্রলারটি মেঘনা নদীর ঠেঙ্গাচরের পশ্চিমে পৌঁছলে বৈরী আবহাওয়া ও স্রোতের কবলে পড়ে। এ সময় ১৩ জন মাঝিমাল্লাসহ ট্রলারটি ডুবে যায়। পরে অন্য ট্রলারের সহযোগিতায় ১২ জন জেলে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ হয় হেজু মাঝি। এদিকে বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর ২টার দিকে ভাসানচর এলাকার মেঘনা নদী থেকে ট্রলাটি উদ্ধার করে নৌ-পুলিশ। পরে ওই ট্রলারের ভেতর থেকে হেজু মাঝির লাশ উদ্ধার করা হয়।

নলচিরা নৌ-পুলিশের ইনচার্জ ইয়ার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বৃহস্পতিবার দুপুরে হেজু মাঝির লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়