শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১, ০৭:৩৪ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২১, ০৭:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাজে পারফরমেন্সের পর সমালোচনা সাকিবের খারাপ লাগে না

স্পোর্টস ডেস্ক: [২] সাকিব ভালো খেলছেন, মাথায় তুলে রাখার মানুষের অভাব হয় না। সাকিব খারাপ খেলছেন, তাকে নিয়ে কটূক্তি করার মানুষেরও অভাব হয় না। সাকিব একটা ছবি দিলেন ফেসবুকে, তাতেও ভালোর সঙ্গে খারাপ মন্তব্যের ছড়াছড়ি।

[৩] সাকিব এটা করতে পারবেন না, সেটা করতে পারবেন না। সাকিবের পক্ষে বিপক্ষে কথা বলার লোকেরও অভাব নেই। কিন্তু সাকিব এসবে কতটা ভাবেন?

[৪] সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচে এক ওভারে ৫ ছক্কা খান। তাতেই ওঠে সমালোচনার ঝড়। একাই হারিয়ে দিলেন দলকে। অথচ পরের ম্যাচেই ৯ রানে ৪ উইকেট নিয়ে জিতিয়ে দেন দলকে। ২৪ ঘণ্টার ব্যবধানে সাকিব আবারও আলোচনার কেন্দ্রে।

[৫] সম্প্রতি একটি দৈনিক পত্রিকায় সাক্ষাতকারে সাকিবকে জিজ্ঞেস জরা হয়, দেশে আপনার প্রচুর সমালোচনা হয়। সাকিব বড় ক্রিকেটার বলেই কি এই সমালোচনা? সাকিবের উত্তর, এটা আমার পক্ষে বলা মুশকিল যে মানুষ কী বলে, কেন বলে এবং কী কারণে বলে। সেটা জানিও না, চিন্তাও করি না। ভালো কথা বললে ভালো। সমালোচনা করলে সেটা তাদের নিজস্ব ব্যাপার।
শুধু যে সাধারণ দর্শক-সমর্থকরাই সাকিবের সমালোচনা করে তা না। গণমাধ্যমেও কম হয় না সাকিবের সমালোচনা। এসব কী তার খারাপ লাগে না? সাকিব বলেন, না। তার খারাপ লাগে না। আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়