শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১, ০৬:৪০ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২১, ০৯:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লবণ সহিষ্ণু জাতের ধান, ভুট্টা এবং গম উদ্ভাবনের ব্যবস্থা গ্রহণের সুপারিশ

মনিরুল ইসলাম: [২] একাদশ জাতীয় সংসদের ‘কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৬তম বৈঠকে এই সুপারিশ করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার (১৯ আগস্ট) কমিটির সভাপতি মতিয়া চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।কমিটির সদস্য কৃষি মন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, মুহা. ইমাজ উদ্দিন প্রাং, মো. মোসলেম উদ্দিন, আনোয়ারুল আবেদীন খান, উম্মে কুলসুম স্মৃতি এবং হোসনে আরা বৈঠকে অংশগ্রহণ করেন।

[৪] জানা যায়, আমন এবং আউশের উন্নত জাত উদ্ভাবনের জন্য প্রয়োজনীয় গবেষণার উপর গুরুত্বারোপ করা হয়। দক্ষিণাঞ্চলে খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে লবণ সহিষ্ণু জাতের ধান, ভুট্টা এবং গম উদ্ভাবনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বৈঠকে সুপারিশ করা হয়।

[৫] বৈঠকে মানব, প্রাণী এবং শিল্পে খাতভিত্তিক ভোগকৃত চালের পরিমাণ ও এর যাবতীয় তথ্য আগামী বৈঠকে প্রদানের সুপারিশ করা হয়।

[৬] প্রয়োজনীয় সংখ্যক কৃষি কর্মকর্তা এবং কর্মচারীদের কর্মস্থলে অবস্থান নিশ্চিত করার জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

[৭] বৈঠকের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে ১৫ আগস্টে নিহত সকল শহীদের সশ্রদ্ধ চিত্তে স্মরণ এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়