শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১, ০৫:১২ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২১, ০৭:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গিনেজ বুকে নাম লেখা হলো না রানীর

এম এ হালিম: [২] গিনেসবুকে আবেদন করা আশুলিয়ায় শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিেটেডের পৃথিবীর সবচেয়ে ছোট গরু রানী মারা গেছে। বক্সার ভুট্টি জাতের এ খর্বাকৃতির গরুটির পেটে গ্যাস জমে মারা গেছে বলে জানিয়েছে উপজেলা পশু চিকিৎসকরা। খর্বাকৃতির গরুটির ওজন ছিল ২৬ কেজি আর উচ্চতা ২০ ইঞ্চি ও লম্বা ছিলো ২৭ ইঞ্চি। গরুটির বয়স হয়েছিল ২ বছর।

[৩] বৃহস্পতিবার বিকেলে সাভার প্রানী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপসহকারী প্রানীসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) আব্দুল মোতালিব বিষয়টি নিশ্চিত করেন।

[৪] তিনি বলেন, দুপুর দেড় টার দিকে সাভারের আশুলিয়ার শিকড় এগ্রো ফার্মের রানী নামের গরুটি কিছু দিন আগে গিনেজ বুকে নাম লেখানোর জন্য আবেদন করেছিল ফার্ম কতৃপক্ষ। কিন্তু গরুটি গতকাল হঠাৎ করে অসুস্থ হয়ে পেট ফোলে যায়। এই অবস্থায় তারা প্রাথমিকভাবে তাদের ব্যক্তিগত পশু চিকিৎসক দিয়ে চিকিৎসা দেন। কিন্তু কোন উন্নতি না হওয়ায় আজ গরুটি আমাদের কাছে নিয়ে আসে। এখানে আনার পরে আমাদের ভেটেরিনারি সার্জন ও অন্যান্য যেসব চিকিৎসক ছিল তারা চিকিৎসা দেন। এর পরেও গরুটির কোনও উন্নতি না হওয়ায় দুপুর দুইটার দিকে গরুটি মারা যায়।

[৫] ফার্মটির ব্যক্তিগত পশু চিকিৎসক আতিকুজ্জামান জুয়েল জানান, গতকাল 'রানী' অসুস্থ হয়ে পড়ে। কাল থেকেই রানীর চিকিৎসা চলছিল। কিন্তু অবস্থার কোনও উন্নতি না হওয়ায় সকালে তাকে সাভারের প্রানী সম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়া হয়। এখানেও চিকিৎসা চলাকালীন সময় দুপুর দুইটার দিকে গরুটি মারা যায়।

[৬] উল্লেখ্য, প্রায় ১ বছর আগে গরুটি নওগা জেলা থেকে গরুটি সংগ্রহ করেছিলেন ফার্ম কতৃপক্ষ। গিনেজ বুকে নাম লেখানোর জন্য গত ২ জুলাই গিনেস বুক অফ ওয়ার্ল্ড কর্তৃপক্ষের কাছে আবেদন করেন ফার্ম কতৃপক্ষ। এর পরই গণমাধ্যম ব্যাপকভাবে প্রচার করলে বিশ্ব দরবারে রানী পরিচয় লাভ করে। সম্পাগদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়