শিরোনাম
◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১, ০৪:৩৭ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২১, ০৬:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দক্ষিণখানে ফার্মেসিতে মর্ডানার টিকা, ক্লিনিক মালিক কারাগারে

মাসুদ আলম: [২] বৃহস্পতিবার (১৯ আগস্ট) দক্ষিণখান এলাকার ‘দরিদ্র পরিবার সেবা’ নামে একটি ক্লিনিকে অবৈধভাবে করোনাভাইরাসের মডার্না টিকা দেয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক বিজয়কৃষ্ণ তালুকদারকে (৩৭) কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে দক্ষিণখান থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে ২৩ আগস্ট রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন।

[৩] বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে দক্ষিণখান থানা পুলিশ। এ সময় ক্লিনিকটি থেকে মডার্নার টিকার দুইটি এম্পুল পাওয়া যায়। যার একটির মধ্যে টিকার আইসিক ছিলো্। এছাড়াও মডার্না টিকার খালি বক্স পাওয়া যায় ২০টি।

[৪] দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক মিয়া বলেন, অভিযানে গিয়ে আমরা দেখি ক্লিনিকটিতে দু’জন টিকা নিচ্ছিলেন। পরে অভিযানে সরকারি নীতিমালা ছাড়া অবৈধভাবে করোনার টিকা দেয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক বিজয়কৃষ্ণ তালুকদারকে গ্রেপ্তার করি। এ সময় ক্লিনিকটি থেকে মডার্নার টিকার দুটি ভায়েল পাওয়া যায়। যা ২০ জনের শরীরে প্রয়োগ করা যেতো। এছাড়া মডার্নার টিকার খালি বক্স পাওয়া যায় ২0টি। সাধারণত প্রতি বক্সে ১০টি করে অ্যাম্পল ইনজেকশন থাকে।

[৫] আজিজুল হক মিয়া বলেন, তিনি প্রতি ডোজ টিকা ৫শ টাকার বিনিময়ে মানুষকে দিতেন। তিনি এখন পর্যন্ত কতোজনকে টিকা দিয়েছেন ও কোথা থেকে এই টিকা পেয়েছেন তা জানা যায়নি। মামলায় বজয় কৃষ্ণ তালুকদারসহ আরো অজ্ঞাত ২ থেকে ৩ জনকে আসামি করা হয়েছে। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়