শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১, ০১:১৮ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২১, ০১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০ আগস্টের মধ্যে আইপিএলের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে, বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : [২] স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলো ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। এই পর্বের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোকে চূড়ান্ত দল ঘোষণার সময় বেধেঁ দেওয়া হয়েছে ২০ আগষ্ট পর্যন্ত। কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলোর দাবি, বিদেশি খেলোয়াড়দের নিশ্চিত করতে এই সময় যথেষ্ট নয়।

[৩] মূলত ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের আমিরাত পর্বে পেতে অপেক্ষা করতে হচ্ছে। বিশেষ করে কয়েকটি ফ্র্যাঞ্চাইজিতে বেশ কয়েকজন অজি ক্রিকেটার থাকায় বিড়ম্বনায় পড়েছে দলগুলো। কিছু কিছু ক্রিকেটারকে দলে পেতে এখনও কথা চালিয়ে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা ফলে এই সময়ের মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করাটা কঠিন হয়ে পড়েছে।

[৪] এ প্রসঙ্গে আইপিএলের একজন ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা বলেন, ২০ আগস্টের মধ্যে আমাদের ফাইনাল স্কোয়াড ঘোষণা করতে বলা হয়ছে কিন্তু আমরা বিদেশি খেলোয়াড়েদের মধ্যে সবাইকে নিশ্চিত করতে পারিনি। তিনি আরও বলেন, আমরা এখনও কিছু ক্রিকেটারের সাথে কথা বলছি। ভালো খবর হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ আরব আমিরাতেই অনুষ্ঠিত হচ্ছে, যারফলে আমারা আশাবাদী যে, সকল ক্রিকেটারকে পাওয়া যাবে কিন্তু আমরা এখনও কিছু ক্রিকেটারের জন্য অপেক্ষায় আছি।

[৫] অন্য আরেকটি ফ্র্যাঞ্চাইজি বলছে এই সময়ের মধ্যে চূড়ান্ত দল দেওয়া কঠিন ব্যাপার। আরও কিছু দিন সময় পেলে তাদের জন্য সুবিধা হত। তবে এটা যদি বিসিসিআইয়ের চূড়ান্ত সিদ্ধান্ত হয় তাহলে তারা নিয়ম মেনেই দল ঘোষণা করবে।

[৬] এ প্রসঙ্গে সেই ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা বলেন, আনুষ্ঠানিকভাবে সাড়া দিতে বিসিসিআই বিলম্ব করেছে। যা শেষ মুহূর্তে এসে দলগুলোকে বিড়ম্বনায় ফেলেছে। আমরা খবরে দেখেছি খেলোয়াড়দের পাওয়ার ব্যাপারটি কিন্তু বিসিসিআই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে বলেছে আগস্টে। এই কারণেই আমার মনে হয় ২০ তারিখ খুবই তাড়াতাড়ি হয়ে গেছে। কিন্তু যদি এটি নিয়ম হয় তাহলে আমরা মেনে চলব। - ক্রিকইনফো/ ক্রিকফ্রেঞ্জি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়