শিরোনাম
◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১, ০৩:০৬ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২১, ০৩:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানের সাড়ে ৯ বিলিয়ন ডলার আটক করল ওয়াশিংটন

রাশিদ রিয়াজ : তালেবান ক্ষমতায় তাই আফগানিস্তানে ডলার সরবরাহ বন্ধ করল ওয়াশিংটন। এতে ডলারের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেনে বিপাকে পড়বে আফগানিস্তান। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের অর্থনীতি এমনিতেই নড়বড়ে। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে একই সঙ্গে ফেডারেল রিজার্ভে জমাকৃত আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের ৯ দশমিক ৫ বিলিয়ন বা সাড়ে নয়শ’ কোটি ডলারের সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করলেও নিজ দেশের প্রায় হাজার কোটি ডলারের তহবিল থেকে বঞ্চিত হবে দলটি। মঙ্গলবার বাইডেন প্রশাসনের একজন কর্মকর্তা সংবাদমাধ্যম ব্লুমবার্গকে বিষয়টি নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের রাজস্ব দফতরের নিষেধাজ্ঞার তালিকায় এখনও তালেবানের নাম রয়েছে। ফলে কাবুলে সরকার গঠন করলেও তারা যুক্তরাষ্ট্রে থাকা আফগান কেন্দ্রীয় ব্যাংকের কোনও সম্পদের নাগাল পাবে না। এর আগে সোমবার টুইটারে দেওয়া পোস্টে একই ধরনের ইঙ্গিত দেন আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত প্রধান আজমল আহমাদি। তিনি জানান, তালেবানের হাতে তহবিল পৌঁছানো ঠেকাতে যুক্তরাষ্ট্র ডলারের চালান বন্ধ করে দিচ্ছে বলে শুক্রবার তিনি জানতে পেরেছেন। দলটি যেন কোনওভাবেই এই তহবিল না পায় সেই চেষ্টা করছে ওয়াশিংটন। এরপর আজমল আহমাদি দেশ ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হন।

যুক্তরাষ্ট্রে আফগান কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ৯৫০ কোটি ডলারের বেশিরভাগই নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ এবং যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর অ্যাকাউন্টে জমা আছে। এদিকে তালেবানের সঙ্গে কোনও ‘শত্রুতামূলক আচরণ’ না করার ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। মঙ্গলবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন সংস্থাটির মুখপাত্র জন কিরবি। এ সময় তিনি যুক্তরাষ্ট্র কর্তৃক কাবুল থেকে লোকজনকে সরিয়ে নিয়ে আসার প্রচেষ্টায় তালেবানের হস্তক্ষেপ না করার প্রশংসা করেন। একইদিন যুক্তরাষ্ট্রে থাকা আফগানিস্তানের ৯ দশমিক ৫ বিলিয়ন ডলার আটকে দেওয়ার খবর আসে। তবে এ ব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি হয়নি ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট।

এদিকে ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে তালেবান। প্রতিবেশি এই দেশটির সঙ্গে সবধরনের আমদানি-রফতানি বন্ধের ফতোয়া জারি করা হয়েছে। গত রোববার কাবুলের পতনের পরেই ভারতের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেয় তালিবান। ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন (এফআইইও)-এর ডিরেক্টর জেনারেল অজয় সহাই জানিয়েছেন, পাকিস্তানের ভেতর দিয়ে পণ্য পরিবহন বন্ধ করে দিয়েছে তালেবান। ট্রানজিট রুটে আরও কোনও পণ্য পরিবহন হবে না, তাই আমদানিও বন্ধ হয়ে গেছে। অজয় সহাই বলেছেন, ওষুধপত্র, চিনি, জামাকাপড়, চা-কফি, মশলা ইত্যাদি পণ্য আফগানিস্তানে রফতানি করে ভারত। আমদানি হয় শুকনো ফল। তবে কিছু রুট যেমন দুবাই ও উত্তর-দক্ষিণ ট্রান্সপোর্ট করিডোর দিয়ে পণ্য পরিবহনে এখনও কোনও বাধা নেই বলেই জানিয়েছেন তিনি।

ভারতের সঙ্গে আফগানিস্তানের দীর্ঘদিনের সম্পর্ক, বিশেষ করে বাণিজ্যে। আফগানিস্তানে ভারতের বিনিয়োগের পরিমান প্রায় ৩শ কোটি ডলার। শেষ ২০ বছর ধরে আফগানিস্তানে বিপুল অর্থ ভারত বিনিয়োগ করেছে ভারত। রাস্তাঘাট, পরিকাঠামো উন্নয়ন থেকে চাবাহার বন্দর বা সংসদ ভবন, সবই তৈরি হয়েছে ভারতের অর্থ সাহায্যে। এমনকি সামরিক সহায়তা হিসেবে দুটি এমআই হেলিকপ্টারও দিয়েছে ভারত। সেগুলো এখনো তালেবানের দখলে চলে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়