শিরোনাম
◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১, ০৩:৪৯ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২১, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ববিদ্যালয়ের অর্থে ট্রাস্টি সদস্যদের গাড়িবিলাস, সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিস্ময় প্রকাশ

নিউজ ডেস্ক : নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ট্রাস্টি বোর্ডের সদস্যদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার নানা অভিযোগ দীর্ঘদিনের। এবার তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের অর্থে গাড়িবিলাসের। বেসরকারি খাতের এ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিদের প্রায় সবাই দেশের প্রতিষ্ঠিত বড় মাপের ব্যবসায়ী।

অর্থবিত্ত থাকলেও শিক্ষার্থীদের টিউশন ফির টাকায় বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়ি ও মোটা অঙ্কের সিটিং অ্যালাউন্সসহ নানা সুবিধা নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছেন তারা।

বিশেষ করে ড. সুফী সাগর সামস নামের একজন অভিভাবক সম্প্রতি দুর্নীতি দমন কমিশন, শিক্ষা মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিতভাবে এসব অভিযোগ জানান। পরে তিনি সংবাদ সম্মেলনে নর্থ সাউথের দুই ট্রাস্টি এমএ কাসেম ও আজিম উদ্দিনের বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ তোলেন। সেখানে বলা হয়, মূলত আজিম-কাসেম সিন্ডিকেটের নেতৃত্বেই বিশ্ববিদ্যালয়ে ব্যাপক দুর্নীতি ও অর্থ লুটপাটের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

এসব অনিয়মের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে শিক্ষা মন্ত্রণালয়। এরই অংশ হিসাবে ট্রাস্টিদের নানা আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ তদন্তে প্রয়োজনীয় সুপারিশের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে তারা।

এছাড়া ট্রাস্টিদের জন্য ৩ কোটি টাকার রেঞ্জ রোভার গাড়ি কেনার বিষয়টি নিয়ে সর্বোচ্চ আদালতেও আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ বিস্ময় প্রকাশ করেছেন। দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সরকারকে ভ্যাট দিতে চায় না, অথচ ট্রাস্টিদের জন্য ৩ কোটি টাকার গাড়ি কেনা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা।

গত মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে ইংলিশ মিডিয়াম সানিডেল স্কুলের ভ্যাট-ট্যাক্স সংক্রান্ত একটি মামলার শুনানির সময় এ প্রসঙ্গ আলোচনায় ওঠে।

সব মিলিয়ে এই মুহূর্তে বেশ চাপের মুখে পড়েছে এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) সদস্যরা। এমন পরিস্থিতিতে তাদের নেওয়া রেঞ্জ রোভারগুলোকেও এনএসইউর পার্কিংয়ে ঢেকে রাখা হয়েছে।

জানা গেছে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় যে ট্রাস্টের মাধ্যমে প্রতিষ্ঠিত, সেই চুক্তিতে বলা হয়েছে, এ ট্রাস্ট মানবহিতৈষী, দানশীল, জনহিতকর, অরাজনৈতিক, অলাভজনক ও অবাণিজ্যিকভাবে পরিচালিত হবে। তাই ট্রাস্টের অধীনে পরিচালিত বিশ্ববিদ্যালয় থেকে ট্রাস্টিদের গাড়িসহ অন্য কোনো আর্থিক সুবিধা গ্রহণের সুযোগ নেই বলে জানান আইনজীবীরা।

এ প্রসঙ্গে সুপ্রিমকোর্টের আইনজীবী মনজিল মোরসেদ বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। ট্রাস্ট প্রপার্টি জনস্বার্থে অর্থাৎ শিক্ষার বিষয়ে পরিচালিত হওয়ার কথা, কিন্তু এটাকে ব্যবসা হিসেবে নেওয়া হয়েছে।

তিনি বলেন, তাদের তো তিন কোটি টাকার গাড়ি চালানোর কথা নয়। ট্রাস্ট প্রপার্টিতে তিন কোটি টাকার গাড়ি কেন কিনবেন, প্রশ্ন রাখেন তিনি। এই আইনজীবী আরও বলেন, তদারক সংস্থাগুলোর নিষ্ক্রিয়তার সুযোগ কাজে লাগিয়ে ট্রাস্ট কিংবা বিশ্ববিদ্যালয় খুলে এগুলোকে বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো পরিচালনা করছেন তারা। ট্রাস্টের রেজিস্ট্রাড অথরিটি এ বিষয়টি তদন্ত করতে পারেন। তদন্ত করে ব্যবস্থা নিতে পারেন, কিন্তু প্রশ্ন হলো কার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এরা তো সরকারের বড় বড় লোক। সরকারি দলের সঙ্গে তারা সম্পৃক্ত।

সুপ্রিমকোর্টে শুনানিতে গাড়ি প্রসঙ্গ : সানিডেল স্কুলের পক্ষে ব্যারিস্টার আহসানুল করিম শুনানি করেন। শিক্ষাপ্রতিষ্ঠানের ভ্যাট প্রসঙ্গ এলে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেন, ‘মাই লর্ড সেদিন পত্রিকায় দেখলাম একটি প্রাইভেট ইউনিভার্সিটি সাড়ে ৩ কোটি টাকা দিয়ে কয়েকটি গাড়ি কিনেছে। যে গাড়িগুলো তাদের ট্রাস্টিদের দেওয়া হয়েছে। তখন আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেন, এটা কোন ইউনিভার্সিটি বলেন, জেনে রাখা দরকার।

তখন অ্যাটর্নি জেনারেল বলেন, এনএসইউ (নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়)। এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ বলেন, অথচ চুক্তি আছে ট্রাস্টি হয়ে কোনো সুবিধা নেবে না। এ সময় আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ক্যাশে নিচ্ছে না, অন্যভাবে নিল আর কী। তবে খবরে দেখলাম লজ্জায় পড়ে তারা গাড়ি ফেরত দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেন, ইংলিশ মিডিয়াম সানিডেল স্কুলের ভ্যাট-ট্যাক্স সংক্রান্ত একটি মামলার শুনানির সময় প্রাইভেট ইউনিভার্সিটি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাড়ে ৩ কোটি টাকা দিয়ে কয়েকটি কেনার প্রসঙ্গ আসে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৯ সালে বিওটির সিদ্ধান্তের ভিত্তিতে ল্যান্ড রোভারের ‘রেঞ্জ রোভার ২০১৯’ মডেলের নয়টি গাড়ি কেনে এনএসইউ কর্তৃপক্ষ। একেকটি গাড়ি কেনায় খরচ হয় প্রায় ৩ কোটি টাকা। গাড়িগুলোর চালক, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচও দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় তহবিল থেকে।

বিলাসবহুল এসব গাড়ি ব্যবহার করতেন বিওটি চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ ও সদস্য বেনজীর আহমেদ, এমএ কাসেম, রেহানা রহমান, মোহাম্মদ শাহজাহান, ফৌজিয়া নাজ, ইয়াসমীন কামাল ও তানভীর হারুন।

তবে ট্রাস্টি এমএ হাসেমের মৃত্যুর পর তার ছেলে আজিজ আল কায়সার (টিটু) বিওটি সদস্য হিসেবে যুক্ত হলেও তিনি কোনো ধরনের গাড়ি সুবিধা নিচ্ছেন না। অন্য ট্রাস্টি ও তাদের পরিবারের সদস্যরা সার্বক্ষণিকভাবে এসব গাড়ি ব্যবহার করতেন।

তবে সম্প্রতি এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে গাড়িগুলো একে একে বিশ্ববিদ্যালয়ের পার্কিংয়ে ফেরত পাঠানো হয়। সর্বশেষ চলতি সপ্তাহে ট্রাস্টি সদস্য বেনজীর আহমেদ ও মোহাম্মদ শাহজাহানের গাড়ি পার্কিংয়ে যুক্ত হয়েছে।

গাড়ি ফেরত দেওয়ার বিষয়ে জানতে চাইলে এনএসইউ ট্রাস্টি মোহাম্মদ শাহজাহান গণমাধ্যমকে বলেন, গাড়িগুলো তো আমরা ফুলটাইম ব্যবহার করতাম না। যখন লাগত নিতাম। আবার বিশ্ববিদ্যালয়ের পার্কিংয়ে ফেরত পাঠিয়ে দিতাম। গাড়ি কেনা নিয়ে এত আলোচনার তো কোনো প্রয়োজন নেই।

গাড়ি কেনার কারণে সরকার সবচেয়ে বেশি লাভবান হয়েছে। ৮০ শতাংশ টাকা তো সরকার শুল্ক হিসেবে পেয়েছে। আসলে নর্থ সাউথ নিয়ে এখন বড় আকারের ষড়যন্ত্র হচ্ছে। দেশে-বিদেশে ভালো অবস্থান তৈরি হওয়ায় এটা অনেকে মেনে নিতে পারছে না।

শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত বিষয়ে জানতে চাইলে এনএসইউ ট্রাস্টের সাবেক এই চেয়ারম্যান বলেন, তদন্ত কমিটি গঠনের খবর শুনেছি। কমিটির পক্ষ থেকে আমাদের সঙ্গে এখনো কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। ট্রাস্টিদের গাড়ি ব্যবহার নিয়ে ভিন্ন তথ্য দেন বিশ্ববিদ্যালয়ের যানবাহন সংক্রান্ত একজন কর্মকর্তা।

তিনি বলেন, বিওটি সদস্যরা মাঝে মধ্যে গাড়ি ব্যবহার করতেন, এটা সত্য নয়। গাড়িগুলো তাদের জন্যই কেনা হয়েছে। তারা সেগুলো সার্বক্ষণিক ব্যবহার করতেন। এর মধ্যে কেউ নিজে আবার কারও পরিবারের সদস্যরা ব্যবহার করতেন। সম্প্রতি আলোচনা-সমালোচনা শুরু হওয়ার পর তারা গাড়িগুলো পার্কিংয়ে রাখছেন। গাড়ি ফেরত দিলেও চাবি তো এখনো বিওটির সদস্যদের কাছেই রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি : বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দকে আহ্বায়ক করে এনএসইউ বিরুদ্ধে উত্থাপিত আর্থিক ও প্রশাসনিক অনিয়ম তদন্তে কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়।

তিন সদস্যের কমিটির অন্য দুই সদস্য হলেন- বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুক সদস্য সচিব ও শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুল আলম সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিকে ১৬ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কিন্তু কমিটি আরও ৪৫ কার্যদিবস বাড়ানোর আবেদন করেছে মন্ত্রণালয়ে।

গত ১ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব শামিমা বেগমের স্বাক্ষরে ওই তদন্ত কমিটি গঠনের চিঠি ইস্যু করা হয়। কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক অনিয়ম তদন্তপূর্বক দায়ীদের চিহ্নিত করে সুপারিশমূলক প্রতিবেদন জমা দিতে হবে।

এতে আরও বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সাধারণ তহবিলের অর্থ বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন ছাড়া অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না। তাই এর ব্যত্যয় ঘটলে আত্মসাতের সে অর্থ পুনরুদ্ধারে দুর্নীতি দমন কমিশনে মামলা দায়ের করার সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়। যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়