শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২১, ০৪:১৫ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২১, ০৪:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯৯৯ এ ফোন কলে প্রতারক চক্রের ৫ সদস্য আটক

সুজন কৈরী: [২] জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ প্রতারক চক্রের খপ্পরে পড়ে ৬০ হাজার টাকা খুইয়ে বসা এক ভুক্তভোগীর ফোনে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- জসীম (৩২), শাহীন (২৯), ইব্রাহীম (৫০), জাহিদ (৪৫) ও জামাল (৪৫)। আটকদের কাছ থেকে ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

[৩] বুধবার ৯৯৯ এর মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, মঙ্গলবার আতিকুর রহমান নামের একজন ফোন করে জানান, তিনি পাপিয়া পরিবহনের একটি চলন্ত বাস থেকে ফোন করেছেন। তিনি রায়পুর থেকে বাসে উঠেছেন। কিছুক্ষণ পর বাসটি দাউদকান্দির গৌরীপুর পৌঁছাবে।

[৪] কলার আরও জানান, সোমবার তিনি অভিনব প্রতারণার শিকার হয়েছিলেন। বাসে চড়ে গন্তব্যে নামার আগে বাসের দরজার কাছে যখন তিনি দাঁড়ানো ছিলেন, তখন এক ব্যক্তি এসে তার পাশে বমি করে দেন। তখন গেটের কাছে দাঁড়ানো যাত্রীদের মধ্যে সরে যাওয়ার জন্য হুড়াহুড়ি পড়ে যায়। পরে তিনি খেয়াল করেন তার প্যান্টের পকেটে থাকা ৬০ হাজার টাকা খোয়া গেছে। এরপর মঙ্গলবার আগস্ট তিনি রায়পুরে চার ঘণ্টা ধরে প্রতারক চক্রের সন্ধান করতে থাকেন। দীর্ঘ অপেক্ষার তিনি প্রতারক চক্রের কয়েকজনকে বাসে উঠতে দেখেন। তাদের অনুসরণ করে তিনিও বাসটিতে উঠেছেন এবং প্রতারক চক্রটিকে আটকের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন।

[৫] ৯৯৯ তাৎক্ষণিক বিষয়টি দাউদকান্দি হাইওয়ে থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। সেই সঙ্গে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ এবং কলারের সাথে যোগাযোগ করে আপডেট নিচ্ছিলো ৯৯৯। খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের একটি দল দ্রুত গৌরীপুর গিয়ে বাসটির অপেক্ষা করতে থাকে।

[৬] পরে দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট শাহাদাত ৯৯৯কে ফোনে জানান, তারা গৌরীপুরে বাসটি থামান এবং বাসটি থেকে প্রতারক চক্রের ওই পাঁচ সদস্যকে আটক করেন। তাদের কাছ থেকে বিশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

[৭] প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা শিকার করেছেন। আটকদের দাউকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়