শিরোনাম
◈ নির্বাচ‌নের পর নতুন সরকা‌রে শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে কতটা প্রভাব ফেলবে? ◈ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, চতুর্দশ জাতীয় নির্বাচন থেকে কার্যকর ◈ এ‌শিয়া কাপ রাই‌জিং স্টার টুর্না‌মে‌ন্টের সেমিফাইনালে বাংলাদেশ  ◈ বিশ্বকা‌পে বাংলা‌দেশের প্রথম ম‌্যাচ ভার‌তের বিরু‌দ্ধে ১৭ জানুয়া‌রি  ◈ টেস্ট ক্রিকে‌টে কোচ থে‌কে কি সরানো উচিত ‌গৌতম গম্ভীরকে? যা বল‌লেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যুদ্ধবিরতির মধ্যেই গাজায় আইডিএফের হামলায় নিহত ২৮, আহত কমপক্ষে ৭৭ ◈ আন্তর্জাতিক বাহিনী আসছে গাজায়, নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে হামাস ◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও)

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২১, ০২:১১ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২১, ০২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেঙ্গু সচেতনতা কার্যক্রমে বিজিএমইএ সভাপতি, কারখানা ও বাসাবাড়ি পরিস্কার রাখার আহ্বান

শরীফ শাওন: [২] ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে সকল পোশাক কারখানার মালিক, শ্রমিক-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যগনকে কারখানা ও নিজ নিজ বাসাবাড়ি নিয়মিতভাবে পরিস্কার রাখার আহবান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

[৩] বুধবার চট্টগ্রামে ইউনি গার্মেন্টস লি. কারখানায় সচেতনতা সভায় তিনি বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া একটি ভাইরাসজনিত জ্বর, যার বাহক এডিস মশা। স্থির পানিতে এডিস মশা বংশ বৃদ্ধি করে। তাই এডিস মশা নিয়ন্ত্রণে মশার উৎপত্তিস্থল ও প্রজনন উৎসে নজর দিতে হবে।

[৪] বিজিএমইএ এর ১ম সহ সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, বর্ষার এই সময়ে যথাযথ পদক্ষেপ নেয়া না হলে ভয়াবহ রূপে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিতে পারে। সবাই মিলে প্রতিরোধক ব্যবস্থাগুলো গ্রহন করলে ডেঙ্গুর এই ভয়াবহ প্রাদুর্ভাব ঠেকানো সম্ভব হতে পারে। তিনি এ ব্যাপারে সবাইকে এগিয়ে আসা এবং স্ব স্ব দায়িত্ব পালনের অনুরোধ জানান।

[৫] পরবর্তীতে জাতীয় শোক দিবস উপলক্ষে বিজিএমইএ কর্তৃক গৃহীত ধারাবাহিক কর্মসূচীর আওতায় বিজিএমইএ নেতৃবৃন্দ ইউনি গার্মেন্টস লি. কারখানা চত্ত¡রে বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সম্প্রতি ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে ১০ দফা নির্দেশনা দিয়ে একটি গাইডলাইন সদস্যভূক্ত কারখানাগুলোকে পাঠিয়েছে বিজিএমইএ।

[৬] কর্মসূচীগুলোতে বিজিএমইএ’র সহ সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালকবৃন্দ আব্দুল্লাহ হিল রাকিব, হারুন অর রশিদ, নাভিদুল হক, মো. ইমরানুর রহমান, তানভির হাবিব, এ.এম. শফিউল করিম (খোকন), মো. হাসান (জ্যাকি), এম. এহসানুল হক, সাবেক পরিচালক ও কাস্টমস (সমুদ্র) বিষয়ক বিজিএমইএ এর স্থায়ী কমিটির চেয়ারম্যান অঞ্জন শেখর দাশ এবং ইউনি গার্মেন্টস লি. এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা সারওয়ার রিয়াদও উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়