শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২১, ০২:১১ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২১, ০২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের বিপক্ষে খেলতে মুখিয়ে আছে পাপুয়ানিউগিনি

স্পোর্টস ডেস্ক : [২] টি-টোয়েন্টি বিশ্বকাপ কড়া নাড়ছে দুয়ারে। গ্রুপিং, সূচি সবই হয়ে গেছে, এখন শুধু মাঠের লড়াইয়ের অপেক্ষা। আগামী ১৭ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আসর। কোভিড-১৯ মহামারীর কঠিন পরিস্থিতিতে আয়োজিত হলেও প্রতিযোগিতাটিতে অংশ নিতে মুখিয়ে আছে প্রতিটি দল। যেমনটা বাংলাদেশের বিপক্ষে খেলতে তর সইছেনা পাপুয়ানিউগিনির।

[৩] করোনা ভাইরাসের ছোবলে এক বছর পিছিয়ে হচ্ছে বৈশ্বিক এই আসর। প্রায় এক মাসের টুর্নামেন্টের ফাইনাল হবে ১৪ নভেম্বর। টুর্নামেন্টটি নিয়ে আইসিসির ওয়েবসাইটে মঙ্গলবার নিজেদের ভাবনা তুলে ধরেছেন অংশ নেওয়া দলগুলোর অধিনায়করা। সেই ভিডিওবার্তায় পাপুয়ানিউগিনির অধিনায়ক আসাদ ভালা জানিয়েছেন, বিশ্বকাপের মতো আসরে বাংলাদেশের বিপক্ষে খেলে নিজেদের যাচাই করতে মুখিয়ে আছেন তিনি।

[৪] অধিনায়ক বলেন, বিগত কয়েক বছরে আমরা ওমান ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলেছি। তবে আমরা যে দলের বিপক্ষে খেলতে মুখিয়ে আছি তা বাংলাদেশ, যারা আইসিসির পূর্ণ সদস্য দেশ। শীর্ষস্থানীয় একটি দলের বিপক্ষে খেলে নিজেদের যাচাই করে নেওয়া দারুণ এবং এতে বোঝা যাবে আমাদের অবস্থান কোথায়।

[৫] বিশ্বকাপে অংশ নিতে পেরে স্বপ্ন সত্যি হওয়ার মতো বলে জানান আসাদ। তার ভাষ্যে, এটা সম্মানের। বিশেষ করে আমার কাছে, বিশ্বকাপে এই দলকে আমি নেতৃত্ব দিতে যাচ্ছি। একবারে শুরু থেকে দলের সঙ্গে থাকা, বাছাইপর্বে খেলা, শেষ পর্যন্ত নির্বাচিত হওয়া এবং বিশ্বকাপে অংশ নেওয়া, দলটির জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়