শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২১, ১১:১৯ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২১, ১১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু ছিলেন উচ্চ মানবিক গুণ সম্পন্ন মানুষ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জহিরুল ইসলাম শিবলু: [২] জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর বিচক্ষণতা, যোগ্যতা, দক্ষতা দিয়ে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা উপহার দিয়েছেন। তার সুদৃঢ় নেতৃত্বেই এদেশের মানুষ একতাবদ্ধ হয়ে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে। বঙ্গবন্ধু ছিলেন উচ্চ মানবিকতা গুণ সম্পন্ন মানুষ। মানুষের প্রতি ছিল তার প্রগাঢ় ভালোবাসা আর মমত্ববোধ।

[৩] মঙ্গলবার বিকেলে রায়পুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে রায়পুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

[৪] এদিকে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন এর পক্ষ হতে সংসদীয় আসনের ১৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জন্য রায়পুর উপজেলা ও লক্ষ্মীপুর সদর থানা আওয়ামী লীগকে বিনামূল্যে ৫ হাজার গাছের চারা বিতরন করেন। এছাড়া বিনামূল্যে ৩০৫টি টিউবওয়েল এর বরাদ্ধ হস্তান্তর ও অক্সিজেন সিলিন্ডার বিতরণের উদ্বোধন করেন।

[৫] প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু এই দেশ আর দেশের মানুষকে হৃদয় দিয়ে ভালোবাসতেন। তিনি এদেশকে সম্মানজনক অবস্থানে পৌঁছে দিতে আজীবন সংগ্রাম করে গেছেন। বঙ্গবন্ধু এদেশের মানুষকে ভালোবাসতেন বলেই এতটা ত্যাগ স্বীকার করতে পেরে ছিলেন।

[৬] পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাথে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রায়পুর উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এ সময় তিনি রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে কিশোরিদের মাঝে সাইকেল বিতরণ এবং সেবা প্রার্থীদের জন্য নবনির্মিত অপেক্ষাঘর ‘নোঙ্গর’ এর শুভ উদ্বোধন করেন।

[৬] লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান।

[৭] এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশীদ, রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র ইসমাইল খোকন, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরী, রায়পুর থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল, রায়পুর পৌর আওয়ামী লীগের আহবায়ক কাজী জামশেদ কবির বাক্কি বিল্যাহ প্রমূখ। মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তাদের বিভিন্ন ধরনের দিক-নির্দেশনা প্রদান করে বক্তব্য প্রদান করেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়