শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২১, ০৮:০৪ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২১, ০৩:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চকরিয়া দিন দুপুরে প্রতিপক্ষের গুলিতে চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা নিহত: গ্রেপ্তার ২

এম রায়হান: [২] চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও চট্টগ্রাম এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন নোবেল প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন।

[৩] মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে ১ টার দিকে পূর্ব বড়ভেওলা সিকদারের বিল এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা ঘটে। এসময় তার পরিবারের আরও ৫-৬ জন গুলিবিদ্ধ হয়েছেন। নিহত নাছির উদ্দিন নোবেল পূর্ববড় ভেওলা ইউনিয়নের সিকদার পাড়া গ্রামের মৃত আবদুল মালেক সিকদারের বড় ছেলে। স্থানীয় লোকজন আহত নাছির উদ্দিন নোবেলসহ আহতদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে নাছিরকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যান্যরা চকরিয়া হাসপাতালে চিকিৎসাধীন।

[৪] স্থানীয় ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, দুপুরে একদল অস্ত্রধারী সন্ত্রাসীরা হঠাৎ নাছির উদ্দিন নোবেলসহ তার আত্মীয়-স্বজনের উপর এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। এতে নাছির উদ্দিন নোবেলের বুকে ও মাথায় গুলি লাগে। অপর দিকে চকরিয়া থানা পুলিশের একটি টিম গঠনাস্তলে গিয়ে হত্যাচক্রের ২ জনকে গ্রেফতার করেছে বলে পুলিশ সুত্রে যানা যায়।

[৫] গ্রেফতারকৃতরা হলেন,পূববড় ভেওলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড়দিয়াচর এলাকার মৃত নাদের হোসেনের পুত্র হেলাল উদবদীন, এরেক জন একই এলাকার মৃত আলী হোসেনের পুত্র নাছির উদ্দীন বলে যানিছেন পুলিশ। স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, পূর্ব বড় ভেওলা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হওয়া নিয়ে প্রতিদ্বন্ধী প্রার্থী খলিল উল্লাহ চৌধুরীর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ইউপি নির্বাচনেও নাছির উদ্দিন নোবেল ও খলিল উল্লাহ চৌধুরী একই ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধী প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন।

[৬] চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শাকের মোহাম্মদ যুবায়ের জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ পেলে জড়িতদের ব্যাপারে আইনগত ব্যবস্থা ও গ্রেপ্তার করা হবে। গঠনাস্তলে গিয়ে এলাকাবসির ভাষ্যমতে তদন্ত করে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়