শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২১, ০৪:৪৩ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২১, ০৪:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুর বিভাগে করোনায় নতুন সংক্রমন ২৪৬, মৃত্যু ৬ জন

আফরোজা সরকার: রংপুর বিভাগে গতকাল মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ১ হাজার ৩৮৯ জনের নমুনা পরীক্ষা করে ৮ জেলায় একদিনে নতুন করে ২৪৬ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ৪ জেলায় একদিনে আরও ৬ জনের মৃত্যু হয়েছে।
এ সময়ে বিভাগের গাইবান্ধায় ২ জন, পঞ্চগড়ে ২ জন, ঠাকুরগাঁয় ১ জন এবং রংপুর জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৭২৬ জন। এ নিয়ে বিভাগে ২ লাখ ৪১ হাজার ১শ’ ৩৫ জনের নমুনা পরীক্ষা করে মোট ৫০ হাাজার ৭শ’ ৯৬ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া মোট ১ হাজার ১শ’ ১৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৪২ হাজার ২শ’ ৫৭ জন রোগী সুস্থ হয়েছেন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ২৪ ঘন্টায় এই বিভাগের একদিনে কুড়িগ্রামে ২৫ জন, দিনাজপুরে ৩৩ জন, রংপুরে ৫১ জন, ঠাকুরগাঁয় ৫০ জন, পঞ্চগড়ে ৩৩ জন, গাইবান্ধায় ১৫ জন, লালমনিরহাটে ১১ জন, নীলফামারীতে ২৮ জন, এবং কুড়িগ্রাম জেলায় ২৫ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। রংপুর বিভাগে করোনা সংক্রমনের হার গত ২৪ ঘন্টায় ১৭ দশমিক ৭১ শতাংশ এবং এ পর্যন্ত ২১ দশমিক শূন্য ৭ শতাংশ, মৃত্যুর হার ২ দশমিক ২০ শতাংশ এবং সুস্থতার হার ৮৩ দশমিক ১৮ শতাংশে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগের হিলি স্থল বন্দর দিয়ে ৫ জন যাত্রী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এ পর্যন্ত ভারত থেকে মোট ৪৯ হাজার ৭৮ জন যাত্রী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মোহাম্মদ মোতাহারুল ইসলাম জানান, গতকাল পর্যন্ত দিনাজপুুর জেলায় ১৩ হাজার ৭শ’ ৮৬ জন আক্রান্ত ও ৩১০ জনের মৃত্যু হয়েছে।

রংপুর জেলায় ১১ হাজার ৫শ’ ৫৫ জন আক্রান্ত ও ২৬২ জনের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁও জেলায় ৬ হাজার ৮শ’ ৩১ জন আক্রান্ত ও ২২১ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ৪ হাজার ৩শ’ ৯৩ জন আক্রান্ত ও ৫৯ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ৪ হাজার ১শ’ ৩০ জন অক্রান্ত ও ৭৮ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ৪ হাজার ৩শ’ ১৩ জন আক্রান্ত ও ৬১ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ২ হাজার ৫শ’ ২২ জন আক্রান্ত ও ৫৮ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৩ হাজার ২শ’ ৬৬ জন আক্রান্ত এবং ৬৮ জনের মৃত্যু হয়েছে। # #

  • সর্বশেষ
  • জনপ্রিয়