শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২১, ১০:৫৯ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২১, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারি বর্ষণে পাহাড়ি ঢলে কক্সবাজারে ক্ষতি প্রায় ২০০ কোটি টাকা

এম রায়হান: [২] ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে কক্সবাজার জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৩২ কোটি ৫০ লাখ ২৯ হাজার ৫৯২ টাকা।

[৩] গত ২৬ থেকে ২৯ জুলাই পর্যন্ত ভারী বর্ষণেমারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ২৪টি ইউনিয়ন। মোট ৭১টি ইউনিয়নের মধ্যে ক্ষতিগ্রস্ত ইউনিয়নের সংখ্যা ৫১টি। এখানে ক্ষতিগ্রস্ত এলাকা ৭২৩.১৭৮ বর্গ কিলোমিটার। পাহাড়, ঘরের দেয়াল ধসে, পানিতে ডুবে মারা গেছে ১৪ জন। পাহাড় ধসে আহত হয়েছে ১০ জন।

[৪] জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস এসব তথ্য দিয়েছে। তাদের তথ্য মতে- ৩২৭৩৭ টি খানা, ২৪টি ব্রিজ/কালভার্ট, ২০৩.১৮ কি.মি. রাস্তা, ১৫.৮ কি.মি. বাঁধ, ১০ হাজার ২২২ টি বাড়ি, ৭৩৫৭ হেক্টর শস্যক্ষেত/বীজতলা, ৫৪৯৫ হেক্টর মৎস্য ঘের, ০.১ কিমি বিদ্যুৎ লাইন, ৮টি ধর্মীয় প্রতিষ্ঠান, ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠান, ২০৭১টি নলকুপ এবং ৬৭২৪টি লেট্রিন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ভেসে গেছে ৯৯টি গবাদি পশু। হাস ও মুরগি ভেসে গেছে ২৬,৩৪৭টি।

[৫] জেলা ত্রাণ ও পুনর্বাসনকর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম জানান, বন্যায় দুর্গতদের ৩০০ মেট্রিক টন চাল, ২৫০০ প্যাকেট শুকনো খাবার, নগদ ১৫ লাখ টাকা এবং পাহাড় ধসে মারা যাওয়াদের জনপ্রতি ২৫ হাজার টাকা করে সরকারি সহযোগিতা দেয়া হয়েছে।এছাড়া ৩৩৩-তে কলকারীদের যাচাইবাছাইপূর্বক খাদ্য সহায়তা দিতে এক কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সরকারেরপাশাপাশি জেলা প্রশাসনের সমন্বয়ে আইএনজিও এবং এনজিওগুলো বন্যাদুর্গতদের সহযোগিতা দিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়