শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২১, ০৪:৫৪ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২১, ০৪:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেসিকে ছাড়াই সব ট্রফির জন্য প্রতিযোগিতা করবে বার্সা: পিকে

স্পোর্টস ডেস্ক: [২] লিওনেল মেসি পরবর্তী অধ্যায় শুরু হয়ে গেছে বার্সেলোনার। তার অভাব অপূরণীয়। তাই বলে দলের মধ্যে থেকে প্রতিযোগিতার স্পৃহা এতটুকুও কমেনি বললেন জেরার্দ পিকে। রোববার ১৫ আগস্ট রিয়াল সোসিয়েদাদকে ৪-২ গোলে হারানোর পর তিনি দৃঢ়কণ্ঠে বললেন, মেসি চলে গেলেও শেষ দিন পর্যন্ত সব ট্রফি পেতে প্রতিযোগিতা করে যাবে কাতালানরা।

[৩] লা লিগায় দারুণ শুরু এনে দিতে বার্সার প্রথম গোল করেন পিকে। জোড়া গোল করেন মার্টিন ব্র্যাথওয়েট। বদলি নেমে যোগ করা সময়ে জাল কাঁপান সার্জি রবের্তো। প্রতিপক্ষের হয়ে দুটি গোল করেনক জুলেন লোবেতে ও মাইকেল ওয়ারজাবাল।

[৪] ম্যাচ শেষে স্বাভাবিকভাবে মেসির চলে যাওয়া নিয়ে প্রশ্ন শুনলেন পিকে। স্প্যানিশ ডিফেন্ডার সাবেক অধিনায়কের গুরুত্ব অস্বীকার করেননি। তবে বাস্তবতা মেনে নিয়ে সামনে তাকিয়ে, লিও কী ছিল, আমরা সবাই জানি। আমার নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। সে এই ক্লাবের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়, এমনকি ফুটবল ইতিহাসেরও। কিন্তু এখন এই বিষয়টিকে পেছনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। আমি মনে করি আমরা সবাই ভালো পর্যায়ে আছি, আমরা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবো। আমার বিশ্বাস, শেষ পর্যন্ত আমরা সব ট্রফির জন্য লড়ব।

[৫] পিকে আরও বলেন, এটা সত্যি যে লিও এখানে নেই মানে আগের মতো দুর্দান্ত সেই পারফরম্যান্স সম্ভবত আমরা দেখতে পাব না। কিন্তু দল দেখিয়েছে যে আমরা সবাই সংঘবদ্ধ। আমরা গোলও পেলাম, তবে রক্ষণের কারণে যে ভুল হলো আর ফ্রি কিক (সোসিয়েদাদের গোল) ছাড়া ভালোই ছিলাম। লা রিয়াল ভালো খেলছিল, কিন্তু সুযোগ তৈরি করতে পারেনি খুব বেশি। আমি মনে করি এই বছর আমরা দারুণ মজা করব। - মার্কা / গোল ডট কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়