শিরোনাম
◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২১, ১২:০৭ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২১, ০৪:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারকা নয়, ছবি চলে গল্পের জোরে: হিরো আলম

ইমরুল শাহেদ: এই অভিনেতা প্রযোজিত ‘টোকাই’ ছবিটি বর্তমানে সেন্সরে রয়েছে। এ ছবিতে তার বিপরীতে নায়িকা কে জানতে চাওয়া হলে তিনি তিন জন নায়িকার কথা বললেন। তারা কেউই চলচ্চিত্রে পরিচিত নন। তিনি কোনো নামি-দামি তারকা নিতে রাজি নন। জানান, কাজী হায়াত এবং দুলারিসহ জ্যেষ্ঠ শিল্পীরা রয়েছেন তার ছবিতে। তিনি বলেন, ‘আশা করি আমার এই ছবিটি দর্শক দেখবে।

কারণ ছবিটিতে সুন্দর একটি গল্প আছে। গল্পটি তাদের হৃদয় স্পর্শ করলো কিনা সেটাই হলো বড় কথা। টোকাই ছবিতে দর্শকের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো অনেক উপাদান আছে। তারকা আসলে একটি ছবির জন্য তেমন বড় কোনো আকর্ষণ নয়। এজন্য আমি তারকা নিয়ে ভাবি না।’ হিরো আলম বলেন, ‘ছবিতো সেন্সর হচ্ছে। কিন্তু রিলিজ করব কিভাবে? সিনেমা হল খুলুক। আমার এই ছবিটি আমি বড় বড় সিনেমা হল নিয়ে মুক্তির আয়োজন করতে চাই।’

বর্তমান সময়ের আলোচিত ইস্যু পরীমণি নিয়ে তিনি বলেন, ‘পরীমণি শিগগিরই আমাদের মাঝে ফিরে আসবেন। এটাই আমাদের প্রত্যাশা।’ তিনি পরীমণিকে নিয়ে একটি গান করেছেন। এছাড়াও তিনি নানা ভাষাতেই গান করেছেন। এই এসব কর্মকান্ড নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমাদের কাজ কি? আমাদের কাজ হলো মানুষকে বিনোদন দেওয়া।

আমি চেষ্টা করি নানাভাবে মানুষকে বিনোদিত করতে। এভাবেই তো আমি হিরো আলম।’ তিনি জনপ্রিয় বা আলোচিত ইস্যুগুলো নিয়েই নানা ধরনের কনটেন্টস তৈরি করেন এবং তা দর্শক সাধারণের কাছে পৌঁছে দেন। ব্যক্তিগতভাবে তিনি একজন জনপ্রিয় ইউটিউবার। টোকাই ছবিটি নির্মাণের আগে তিনি আরো দুটি ছবি নির্মাণ করেছেন। সেগুলো হলো ‘মার ছক্কা’ ও ‘সাহসী হিরো আলম’। টোকাই ছবিটি পরিচালনা করেছেন বাবুল রেজা। এর আগে তিনি বলিউডে একটি ছবিতে অভিনয়ের জন্যও চুক্তিবদ্ধ হয়েছিলেন। সেটি হলো ‘বিজু দ্যা হিরো’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়