শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২১, ১১:৩৩ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২১, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চৌগাছায় সেফটি ট্যাংক থেকে পিতা-পুত্রের লাশ উদ্ধার

রহিদুল খান: [২] যশোরের চৌগাছায় সেফটি ট্যাংক থেকে পিতা ও পুত্রের লাশ উদ্ধার করেছে যশোর ফায়ার সার্ভিস। পিতা মধু ঋষি (৪৬) ও পুত্র সাগর ঋষি (২৫) উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের দক্ষিণ কয়ারপাড়া গ্রামের বাসিন্দা।

[৩] সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে চৌগাছা যশোর সড়ক সংলগ্ন সিংহঝুলি দফাদার বাড়ির হাদিউজ্জামানের সেফটি ট্যাংক থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

[৪] পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে মধু ঋষি ও তার সহযোগিরা ওই সেফটি ট্যাংকটি পরিষ্কার করতে যান। কোনভাবে মধু ঋষি দেড় ফিট বাই দেড় ফিট মুখ দিয়ে ট্যাংকের মধ্যে পড়ে যান। সংবাদ পেয়ে ৫/৭মিনিট দূরত্বের নিজ বাড়ি থেকে ছেলে সাগর ঋষি ও মধু ঋষির স্ত্রী ঘটনাস্থলে যান। সেখানে যেয়ে মায়ের নির্দেশে ছেলে সাগর ঋষি বাবাকে উদ্ধার করতে সেফটি ট্যাংকে নেমে আর না উঠলে স্থানীয়রা যশোর ফায়ার সার্ভিসে সংবাদ দেন। তখন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে পর বাবা-ছেলের লাশ উদ্ধার করেন।

[৫] ফায়ার সার্ভিসের টিম স্কট লিডার দেলোয়ার বলেন, ‘সকাল সাড়ে সাতটার দিকে সংবাদ পাই একজন ব্যক্তি সেফটি ট্যাংকে পড়ে গেছেন। তিনি জীবিত আছেন। আমরা দ্রুত ঘটনাস্থলে এসে সেফটি ট্যাংক থেকে পিতা ও পুত্রের লাশ উদ্ধার করি।’ সেফটি ট্যাংকের গ্যাসে তাদের মৃত্যু হয়েছে বলে আমাদের অভিজ্ঞতা থেকে ধারনা করছি।

[৬] চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব সরকার বলেন সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ দুটি হেফজতে নিয়ে সুরাহতল প্রতিবেদন করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

[৭] চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়