শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২১, ১০:৪৬ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২১, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমতলীতে হিরোইনসহ ছাত্রদলের সাবেক সভাপতি গ্রেফতার!

জিয়া উদ্দিন: [২] বরগুনার আমতলী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালিয়ে কলাপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাদল মৃধাকে হিরোইনসহ এবং অপর মাদক কারবারি মেহেদি হাসান আশিককে গাজাসহ গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।

[৩] থানা সূত্রে জানা গেছে, রবিবার (১৫ আগস্ট) বিকেলে আমতলী থানার এসআই শুভ বাড়ৈর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ডাক্তার বাড়ী বাসস্ট্যান্ডে আলাউদ্দিন গাজীর চায়ের দোকানের সামনে থেকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় চিহ্নিত মাদক কারবারি কলাপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন বাদল মৃধাকে আটক করে। এসময় তার শরীর তল্লাশী করে ২৫ গ্রাম হিরোইন উদ্ধার পূর্বক তাকে গ্রেফতার করা হয়।

[৪] অপরদিকে দুপুরে আমতলী থানার এসআই মোঃ শহিদুল আলমের নেতৃত্বে মাদক কারবারী মোঃ মেহেদি হাসান আশিককে উপজেলার আড়পাঙ্গাশিয়া-ঘোপখালী সড়কে তার নিজ বাড়ির সামনের রাস্তা থেকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় আটক করা হয়। এ সময় তার শরির তল্লাশি করে ১১ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। আশিক ওই এলাকার মোঃ আমিনুল ইসলাম হাওলাদারের পুত্র।

[৫] গ্রেফতারকৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ১৯(ক) ধারায় পৃথক দুটি মামলা দায়ের করে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

[৬] আমতলী থানার পরিদর্শক (ওসি) মোঃ শাহ আলম হাওলাদার বলেন, গ্রেফতারকৃত দুই মাদক কারবারিকে আগামীকাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়