শিরোনাম
◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২১, ০৪:৩৭ সকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২১, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুজিস্তা নূর- ই নাহারিন: চতুর কন্যারা অতীব বুদ্ধিমতী বিধায় কাল বিলম্ব না করে সবাইকে ফাঁসিয়ে দিতে বিন্দুমাত্র কার্পণ্য করেনি

খুজিস্তা নূর- ই নাহারিন: নিম্ন আদালতে রিমান্ড থেকে বের হওয়া নায়িকাদের চিৎকার, উচ্চ স্বরে কথা বলা একটি বিষয় নিশ্চিত করে সেখানেও তারা মধুচন্দ্রিমার মতো আদর আপ্যায়নেই ছিলো, কেবলই প্রেমময় সংলাপ আর পর্যালোচনা। চতুর কন্যারা অতীব বুদ্ধিমতী বিধায় কাল বিলম্ব না করে সবাইকে ফাঁসিয়ে দিতে বিন্দুমাত্র কার্পণ্য করেনি। এরপর কেবল চা পান আর খুচরো আলাপ। ঢাকা শহরের সমস্ত রাজা-বাদশাদের গোপন নথি এখন তদন্তকারী কর্মকর্তাদের হাতে। আজ হোক কাল হোক দুদিন পরে হোক প্রকাশিত হবেই। তাদের অনেককেই চিনি যাদের কোন ভ্রুক্ষেপ নেই, এসব কেবলই মামুলী ব্যাপার। কারণ আপার ক্লাসে একত্রে জড়াজড়ি করে ছবি তোলা,হাগ করা, নাচ সবার সম্মুখেই হয়, কেউ কিছু মনে করে না। এটা তাদের জীবনাচরণ কিংবা সংস্কৃতিরই অংশ বিশেষ। আগের দিনের রাজা-বাদশাদের হেরেমখানা থাকতো, বাইজী থাকতো এদেরও মধুকুঞ্জ বা বাগান বাড়ি আছে। এসব কাহিনী সবই প্রায় খুল্লাম খুল্লা। সেই বাগানে মর্ত্যের হুর পরীরা ঘুরে বেড়াবে নাচবে, গাইবে, সরাব ঢালবে ও সবার মনোরঞ্জন করবে। বেহেশতী এসব পুরুষ দেখে অনেকে আবার ঈর্ষান্বিত হবে, এই স্বর্গ সুখ পেতে মরিয়া হবে। কিন্তু বের হওয়ার পর যদি সংবাদ সম্মেলন করে একদা রেখার মতো তারা জনসম্মুখে সব সত্য বলে দেয় অনেকে বিপদে পরবে। অনেকেই হয়তো জানেন না স্বামী মুকেশের আত্মহত্যা করে মৃত্যুর পর একদা বলিউড সম্রাজ্ঞী রেখার দিকেই সবাই যখন আঙ্গুল তুলেছিলো, তিনিও কাউকে ছাড় না দিয়ে নায়ক থেকে পরিচালক ফিরোজ খান থেকে জিতেন্দ্র সবার চরিত্র জনসম্মুখে উন্মোচন করে প্রতিশোধ নিয়েছেন । ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়