শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২১, ১১:১২ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২১, ১১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

গোলাম সারোয়ার: [২] রোববার দুপুরে জেলার আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী মোহাম্মদ ছফিউল্লাহ মিয়ার নেতৃত্বে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন করেছে আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

[৩] এসময় আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হানিফ মুন্সির সঞ্চালনায় আওয়ামীলীগের আহবায়ক হাজী মোহাম্মদ ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন

[৪] আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট কামরুজ্জামান আনসারী, সদস্য হাজী সাইদুর রহমান, হাজী নাসির মিয়া, মোশারফ মুন্সি, হাজী ইলিয়াছ মিয়া, লিমা সুলতানা,স্বপ্না বেগম, জোছনা চৌধুরী, ছাত্রলীগের যুগ্ন আহবায়ক রবিউস সানি, রাফি হোসেন শিয়ন,আড়াইসিধা ইউপি আওয়ামী লীগ সভাপতি রাশেদুর রহমান ভূঁইয়া, তালশহর ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম নাহিদ, সদর ইউপি আওয়ামী লীগ সভাপতি আমানউল্লাহ আমান,তাল শহর ইউপি আওয়ামী লীগ সভাপতি সুলাইমান মিয়া, তারুয়া ইউপি আওয়ামী লীগ সভাপতি জাকির বাদল , সাধারণ সম্পাদক বাদল সাদির, চরচারতলা ইউপি আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম, বন্দর আওয়ামী লীগ সভাপতি বাবুল আহমেদ, ২উমপ। সাধারণ সম্পাদক ইকরান আহমেদ রুমন, দুর্গাপুর ইউপি আওয়ামী লীগ সভাপতি সাদেক মিয়া, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, লালপুর ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস আলম, মামুন ইসলাম সদস্য,উপজেলা ছাত্রলীগ, ছাত্রনেতা মেহেদী মোল্লা, আকাশ আহমেদ, হামিম প্রমুখ।

[৫] বক্তারা বলেন,১৯৭৫ সালের এইদিনে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। হত্যা করা হয় বঙ্গবন্ধুর পরিবারের অনেক সদস্য ও ঘনিষ্ঠজনদের।তারা আরো বলেন বঙ্গবন্ধু হত্যার আসামীরা এখনো যারা দেশের বাহিরে পালিয়ে আছে তাদেরকে যেন দেশে ফিরিয়ে এনে শাস্তির আওতায় আনা হয়।

[৬] সব শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার স্বপরিবারের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য হাজী ইলিয়াস মিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়