শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২১, ০৯:৩১ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২১, ০৯:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএলের জন্য পাকিস্তানে যাবেন না মরগান-বাটলাররাও

স্পোর্টস ডেস্ক: [২] অক্টোবরে দীর্ঘ ১৬ বছর পর পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। তবে নিউজিল্যান্ডের মত ইংল্যান্ডের বেশ কিছু তারকা ক্রিকেটাররাও আইপিএলের বাকি অংশে খেলার জন্য এই সফরে থাকছেন না। ইতোমধ্যই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাথে এ ব্যাপারে আলোচনা করে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ইংলিশ খেলোয়াড়দের প্রাপ্যতা নিশ্চিত করেছে, এমনটাই বলছে ক্রিকবাজ।

[৩] আগামী ১৩ এবং ১৪ অক্টোবর, দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড। সেজন্য ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইপিএলের অবশিষ্টাংশের শেষের দিকে ইয়ন মরগান, জশ বাটলার, মঈন আলী, স্যাম কারানদের খেলা নিয়ে তৈরি হয়েছিলো ধোঁয়াশা। তবে আইপিএলে চুক্তিবদ্ধ থাকা ক্রিকেটারদের পাকিস্তান সফর থেকে অব্যাহতি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। তাই আইপিএলে খেলা নিয়ে ইংলিশ ক্রিকেটারদের আর কোনো বাধা থাকলো না।

[৪] ইংল্যান্ডের পাশাপাশি অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের অংশগ্রহণের ব্যাপারেও সবুজ সংকেত দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াও। মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আরব আমিরাতের কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নিতে খেলোয়াড়দের আইপিএলে অংশগ্রহণকেই প্রাধান্য দিছে বোর্ডগুলো। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথ বলেছেন, আমরা আইপিএল অফিস থেকে একটি কল পেয়েছি এবং আমাদের জানানো হয়েছে যে, বোর্ডের (ইসিবি) তাদের খেলোয়াড়দের অংশগ্রহণে কোন আপত্তি নেই। এটা এখন খেলোয়াড়দের উপর নির্ভর করে।

[৫] এছাড়া পাঞ্জাব কিংসের প্রধান নির্বাহী সতীশ মেনন এ প্রসঙ্গে বলেন, আমাদের অস্ট্রেলিয়ান ও ইংলিশ খেলোয়াড়দের (জেসন বেহরেনডর্ফ, স্যাম কারান, মঈন আলী) পুরো টুর্নামেন্টের জন্যই পাওয়া যাচ্ছে। - ডেইলি স্পোর্টসবিডি / ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়