শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২১, ০৮:২২ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২১, ০৮:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুরে ইউপি সদস্যের বাড়িতে মাদকের আসর, আটক ৫

ডেস্ক নিউজ: বদরগঞ্জে ইয়াবা, হেরোইনসহ আইতুল ইসলাম (৪৬) নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তার স্ত্রীকেও আটক করা হয়।

রোববার (১৫ আগস্ট) বিকেলে বদরগঞ্জের রাধানগর ইউনিয়নের সোনারপাড়ার বাড়ির মাদকের আসর থেকে তাদের আটক করা হয়। এছাড়া ওই বাড়িতে মাদকের আসর থেকে আরও তিনজনকে আটক করা হয়েছে। খবর বাংলা নিউজ২৪.কম

তারা হলেন, জাবেদ হোসেনের ছেলে মনোয়ার হোসেন (৪৬), আব্দুল মতিনের ছেলে মওদুদ হোসেন (৩৫) ও সালামত উল্লাহর ছেলে সেলিম মিয়া (৪৫)।

আইতুল ইসলাম রাধানগর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও তার স্ত্রী ছায়েরা বেগম (৩৫)। এসময় তাদের কাছ থেকে ১৭ পিস ইয়াবা, ১৫ গ্রাম হেরোইন ও নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জনপ্রতিনিধির আড়ালে প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যবসা করতেন আইতুল ইসলাম মেম্বার। তিনি নিজ বাড়িতে এলাকার তরুণ-যুবকদের নিয়ে নিয়মিত মদের আসর বসাতেন। এলাকার লোকজন বিষয়টি জানলেও ভয়ে কেউ মেম্বারের বিরুদ্ধে কথা বলার সাহস পেতেন না। রোববার গোপন সংবাদের ভিত্তিতে বদরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ মেম্বারের বাড়ি ঘেরাও করে মাদকসহ তাদের আটক করে। এসময় আসরে আরও তিনজনকে আটক করা হয়।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়