শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২১, ০৮:১৯ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২১, ০৮:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে সোমবার থেকে সিনোফার্মের টিকাদান কার্যক্রম শুরু হবে

স্বপন দেব: [২] মৌলভীবাজারে চীনের সিনোফার্মের ২৭ হাজার ৬ শত ডোজ টিকা জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছেছে। রোববার ১৫ আগষ্ট দুপুরে সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ টিকা গ্রহন করেন।

[৩] সে সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের ড্রাগস সুপারিনটেনডেন্ট সিরাজুম মুনিরা, সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা মোঃ নাশির উদ্দিন, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মোঃ শাহ আলমসহ জেলা ইপিআই স্টোরের কর্মচারীবৃন্দ।

[৪] সোমবার ১৬ আগষ্ট থেকে উক্ত টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল এবং আরও ৬ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ মোট ৭টি স্থায়ী টিকা কেন্দ্রে সকাল ৯ থেকে বিকাল ৩ টা পর্যন্ত টিকাদান চলবে।

[৫] উল্লেখ্য গত ৭ আগষ্ট গণটিকার বরাদ্ধ ৫০ হাজার ৫২ ডোজ টিকা প্রথম দিন দুপুর সাড়ে ১২টার মধ্যে শেষ হয়ে যায়। পরে স্থায়ী কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলে ১১ আগষ্ট পর্যন্ত। এরপর শুধু বিদেশগামীদের টিকা দেয়া হয়।

[৬] সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, এ পর্যন্ত টিকার রেজিস্ট্রেশন করেছেন ৩ লাখ। আর বরাদ্ধ এসেছে ২৭ হাজার ৬ শত ডোজ টিকা। এই টিকা দিয়ে ২ থেকে ৩দিন কার্যক্রম চালানো যাবে।  সবাইকে রেজিস্ট্রেশনপূর্বক এসএমএস প্রাপ্তির পর স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত কেন্দ্রে টিকা গ্রহণ করার জন্য অনুরোধ জানান তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়