শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২১, ০৫:০৮ বিকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২১, ০৭:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোন দিন প্রশংসা শুনলাম না: স্বাস্থ্যমন্ত্রী

শিমুল মাহমুদ: [২] জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, এখনো ষড়যন্ত্র আছে। মৌলবাদ মাথা চাড়া দিয়ে উঠে। শেখ হাসিনা যে কাজগুলো করে সেটার সমালোচনা হয়।

[৩] করোনা যুদ্ধে স্বাস্থ্য সেবা বিভাগ দিন রাত পরিশ্রম করছে। এই মন্ত্রণালয়ের কোনো ছুঁটি নাই। তাদের প্রত্যোক দিন কাজ করতে হয় জীবনের ঝুঁকি নিয়ে, পরিবারকে ঝুঁকিতে ফেলে। কিন্তু প্রসংশসা নাই।

[৪] তিনি বলেন, প্রধানমন্ত্রী গাইড করছেন। কিন্তু সমালোচনার ঝড় থামে নাই। আজকে কারা সমালোচনা করে? যারা শেখ হাসিনাকে পছন্দ করে না। দেশের উন্নয়নকে পছন্দ করে না। দেশের শান্তি সমৃদ্ধি চায় না। তারাই আসলে সমালোচনা করে।

[৫] স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার সাথে যারা আছে, তাদেরকে দুর্বল করে দিতে পারলে সরকার দুর্বল হয়। শেখ হাসিনা দুর্বল হয়। সে কারণে এ চেষ্টা আমরা সব সময় দেখি।

[৬] তিনি বলেন, আমাদের অক্সিজেন সমস্যা ছিলো। দুই চারটা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন ছিলো; এখন প্রায় একশ’র ওপরে সেন্ট্রাল অক্সিজেন লাইন হয়ে গেছে। একটা ল্যাব ছিলো এখন ৭ শতাধিক ল্যাব কাজ করে। হাসপাতালে প্রায় ২০ হাজার বেড শুধু কোভিডের জন্য করা হয়েছে। আইসিইউ ২০০ থেকে এখন দুই হাজারে। প্রশংসা নেই।

[৭] মন্ত্রী বলেন, যারা প্রশংসা করার তারা প্রশংসা করে। প্রধানমন্ত্রী প্রশংসা করে, ডব্লিউএইচ ও প্রশংসা করে, ব্লুমবার্ড করে।

[৮] তিনি বলেন, ভ্যাকসিনেশন যখন করি তখনও সমালোচনা, না করলেও সমালোচনা। যদি বলি কোভিড এখন কমে যাচ্ছে তাহলেও সমালোচনা; আবার যদি বাড়ে তাহলেও সমালোচনা। আমরা কোন দিকে যাবো? কোন দিন প্রশংসা শুনলাম না।

[৯] ৪০ হাজার লোক নিয়োগ হয়েছে। কখনো শুনলাম না একট বিরাট কাজ করলো। মেডিকেল এডমিশন পরীক্ষা নেওয়া হয়েছে, প্রফেশনাল পরীক্ষা নেওয়া হয়েছে, আমরা কখনো প্রশংসা শুনি নাই। কিন্তু এ কাজ গুলো দেশের জন্য হয়েছে। দেশের মানুষের উপকারে লেগেছে।

[১০] রোববার দুপুরে মহাখালীতে বিসিপিএস মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে মন্ত্রী এ কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়