শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২১, ০৪:০৫ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২১, ০৪:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্থল বন্দর দিয়ে পোশাকখাতের কাঁচামাল আমদানি সংক্রান্ত কাস্টমস প্রক্রিয়া সহজীকরনে বিজিএমইএর ৩ সুপারিশ

শরীফ শাওন: [২] বিজিএমইএ কর্তৃপক্ষ জানায়, স্থল বন্দরের মাধ্যমে তুলা, সুতা, কাপড় ও বন্ড সুবিধার আওতায় বস্ত্র ও পোশাকখাতের অন্যান্য কাঁচামাল আমদানী সংক্রান্ত বিধিনিষেধ থাকায় লীড টাইমের যথাযথ ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে না। শুধুমাত্র বেনাপোল বন্দরের মাধ্যমে এসব আমদানির অনুমোদন রয়েছে এবং পার্শিয়াল শিপমেন্টের অনুমোদন নেই। ফলে বেনাপোল বন্দরে প্রায়ই আমদানি-রপ্তানিতে কনজেশন থাকে ও বিলম্বের ফলে শিল্প আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

[৩] বানিজ্যিক ও উংপাদন কার্যক্রম নির্বিঘ্ন ও নিরবচ্ছিন্ন রাখতে শনিবার বাণিজ্য মন্ত্রীকে পাঠানো চিঠিতে বিজিএমইএ আরও জানায়, চাহিদার সম্পুর্ন তুলাই আমদানি হয় বেনাপোল স্থল বন্দরের মাধ্যমে।

[৪] সুপারিশে বলা হয়, বেনাপোলের পাশাপাশি অন্যান্য স্থলবন্দর, বিশেষ করে ভোমরা ও সোনামসজিদ এর মাধ্যমে আমদানীর অনুমোদন প্রয়োজন। এসকল ক্ষেত্রে আংশিক শিপমেন্টের অনুমোদন দেওয়া। স্থলবন্দরগুলোতে পন্য সংরক্ষণ সক্ষমতা এবং প্রয়োজনীয় লোকবল বাড়ানো।

[৫] বিজিএমইএর দাবি, এসকল পদক্ষেপের মাধ্যমে পন্য আমদানি-রপ্তানিতে গতি আসবে, ফলে সময় ও ব্যায় সাশ্রয় হবে। আন্তর্জাতিক পোশাক বাজারে আমাদের দখল মাত্র ৬.৮ শতাংশ যা দ্বিগুনের কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব। পন্যের গুনগত মানে পরিবর্তন আসবে, রপ্তানী ও কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়