শিরোনাম
◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২১, ০৫:৩৩ বিকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২১, ০৫:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরীমণির মুক্তি দাবিতে মানববন্ধন, মুক্তি না দিলে আন্দোলন

মনিরুল ইসলাম: [২] মাদক মামলায় গ্রেফতার ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি বর্তমানে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

[৩] এদিকে,চিত্রনায়িকা পরীমনির মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হলো মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। জাস্টিস ফর পরীমনি শীর্ষক এই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী।

[৪] বিক্ষুব্ধ নাগরিক জন সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় পরীমনির গ্রেফতারকে ষড়যন্ত্র বলে দাবি করেন বক্তারা। সমাবেশে বক্তব্য রাখেন অভিনেতা আজাদ আবুল কালাম, মুক্তিযোদ্ধা কমরেড আবুল হোসেন, রবীন আহসান, রায়হান কবীর রণ, নির্মাতা রাশীদ পলাশ, গোলাম রাব্বানী, লাইজু জাহান সহ অন্যান্য সাংস্কৃতিক কর্মীরা। এসময় তার গ্রেফতার প্রকৃয়াকে অন্যায় দাবী করে সেই অন্যায়ের বিচার দাবী করেন বক্তারা। এছারাও সমাবেশে বক্তারা দাবী করেন সাত দিনের মধ্যে পরীমণিকে মুক্তি না দেওয়া হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

[৫] সমাবেশ থেকে বক্তারা বলেন, ‘সামান্য মাদক মামলায় একজন মানুষকে জামিন না দিয়ে দুইবার রিমান্ডে নেওয়া হয়েছে। যা অযৌক্তিক। আমরা অতীতে দেখেছি মাদক মামলায় অনেকে জামিনে বেরিয়েছে, তাহলে তাকে কেন বারবার জামিন নামঞ্জুর করে রিমান্ডে নেওয়া হচ্ছে। তিনি একজন শিল্পী, তার হেনস্তা মেনে নেওয়া যায় না। আমরা সরকার বিরোধী কোন কথা বলছি না। আমরা সরকারকে অনুরোধ করি, আমাদের পরিমণিকে ফিরিয়ে দিন। আমরা তাকে আবারও শুটিং সেটে দেখতে চাই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়