শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২১, ০২:১৪ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২১, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সামনে কঠিন দিন ব্রাজিলের, দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : আসছে মাসে বিশ্বকাপ বাছাইপর্বে তিনটি ম্যাচ খেলবেন ব্রাজিলের নেইমাররা। বলতে গেলে কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে তাদের জন্য। প্রথমেতো ৮ দিনের মধ্যে তাদের খেলতে হবে তিনটি ম্যাচ। তার ওপর প্রতিপক্ষও বেশ কঠিন।

তিন ম্যাচের একটি খেলতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মেসিদের বিপক্ষে। এর আগে ও পরে খেলতে হবে চিলি আর পেরুর বিপক্ষেও।

এদিকে আজ ২৫ জনের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। দলে আছেন নেইমার, জেসুস, কাসেমিরো, আলিসন, ফাবিনিও, ফিরমিন। রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রকে দলে ডাকেননি তিতে। তবে ৩৮ বছর বয়সে কদিন আগে ব্রাজিলকে অলিম্পিকে সোনা জেতানো দলের নেতৃত্ব দেওয়া দানি আলভেসকেও ডেকেছেন তিতে!

দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলেছে, জিতেছে ৬টিতেই।

১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে নেইমাররা। তালিকার ২ নম্বরে আর্জেন্টিনা, ৬ ম্যাচে ৩ জয় ৩ ড্রয়ে ১২ পয়েন্ট তাদের।

বিশ্বকাপ বাছাইপর্বে এখনো একে অন্যের মুখোমুখি হয়নি ব্রাজিল-আর্জেন্টিনা। তবে অপেক্ষার অবসান ঘটবে আগামী ৫ সেপ্টেম্বর, ব্রাজিলের মাঠে।

বাছাইপর্বে সামনের তিন ম্যাচের ব্রাজিল দল:

গোলকিপার: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যান সিটি), ওয়েভারটন (পালমেইরাস)।

ডিফেন্ডার: দানি আলভেস (সাও পাওলো), দানিলো (জুভেন্টাস), আলেক্স সান্দ্রো (জুভেন্টাস), গিলের্মে আরানা (আতলেতিকো মিনেইরো), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), লুকাস ভেরিসিমো (বেনফিকা), মারকিনিওস (পিএসজি), থিয়াগো সিলভা (চেলসি)।

মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনিও (লিভারপুল), ফ্রেড (ম্যান ইউনাইটেড), ব্রুনো গিমারেস (লিওঁ), লুকাস পাকেতা (লিওঁ), ক্লদিনিও (জেনিত সেন্ট পিটার্সবার্গ)।

ফরোয়ার্ড: এভারটন রিবেইরো (ফ্লামেঙ্গো), নেইমার (পিএসজি), রিচার্লিসন (এভারটন), রাফিনিয়া (লিডস), মাতেউস কুনিয়া (হার্থা বার্লিন), রবার্তো ফিরমিনো (লিভারপুল), গাব্রিয়েল বারবোসা (ফ্লামেঙ্গো), গাব্রিয়েল জেসুস (ম্যান সিটি)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়