শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২১, ০৮:২৬ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২১, ০৮:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাপুরে যুবলীগ সম্পাদকের হামলায় বিএনপি’র সভাপতি গুরুতর আহত, আটক ২

মাজহারুল শিপলু : [২] টাঙ্গাইলের মির্জাপুরে বিলে মাছ চাষ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের ৮জন আহত হয়েছেন।

[৩] বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে পৌরসভার বাইমহাটী এলাকায় এই সংঘর্ষ হয় বলে জানা গেছে।

[৪] এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুরে বাইমহাটি বিলে মাছ চাষের জন্য মির্জাপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক দেওয়ান আল মামুনদের দেয়া জাল কেটে দেয় নজরুলসহ তার অনুসারীরা। খবর পেয়ে মামুনসহ তার সঙ্গীরা তাদেরকে বাধা দেয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা করেন।

[৫] হামলায় ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম (৪৫) ও বিল্লাল হোসেন গুরতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবং মামুন নিজেও আহত হন। এছাড়াও দুপক্ষের বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় শুক্রবার (১৩ আগস্ট) মামুনের বাবা আরফান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এতে ২জনকে আটক করেছে পুলিশ। মাছ চাষের জন্য জমি ভাড়া দিতে অস্বীকৃতিরা থানায় অভিযোগ দিয়েছেন। তাদের মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

[৬] মামুন দাবি করেন পূর্বের চুক্তির মেয়াদ শেষে নতুন করে তিনি বিলে মাছ চাষ করার জন্য জমির মালিকদের সাথে ১০ বছরের চুক্তি করেছেন। তবে সানোয়ার নামের এক জমির মালিক তার জায়গা ভাড়া দেয়নি। আমরা তার জায়গা বাদ রেখে মাছ চাষ করেছি।

[৭] বিলে থাকা জমির মালিক সানোয়ার দাবি করেন, গ্রামের দেড় শতাধিক মানুষের মধ্যে ১০-১২ জন মামুনের কাছে জায়গা ভাড়া দিলেও বাকি অধিকাংশরাই জমি ভাড়া দেয়নি। কৃষি আবাদ অব্যাহত রাখা ও সীমানা নষ্ট হয়ে যাওয়ার কারণ দেখিয়ে মাছ চাষ না করার জন্য তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু আইনি নোটিশ অমান্য করে জোরপূর্বক মাছ চাষের চেষ্টা করে মামুনসহ তার সঙ্গীরা।

[৮] এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিজাউল হক জানান, সংঘর্ষের ঘটনায় এক পক্ষ মামলা করেছেন। আরেকপক্ষ অভিযোগ দিয়েছে। এ ঘটনায় ২জনকে আটক করা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়