শিরোনাম
◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২১, ০৫:২৬ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২১, ০৫:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খেলার মাঝেই বেতন বাড়ানোর দাবি তুললো পাকিস্তানি ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক: [২] চলছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট এরই মাঝে সোরগোল উঠেছে পাকিস্তানি ক্রিকেটারদের বেতন বাড়ানো নিয়ে। বোর্ডের কাছে ক্রিকেটারদের বেতন বাড়ানোর দাবি জানিয়েছেন বাবর আজমরা। পাকিস্তানের অধিনায়ক তথা শীর্ষ এই ব্যাটসম্যান নিজেদের বেতন নিয়ে সন্তুষ্ট নন। তার সঙ্গী হয়েছেন মোহাম্মদ রিজওয়ান, হাসান আলি, শাহিন আফ্রিদিরা। - ক্রিকবাজ

[৩] পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে মোট তিনটি গ্রেড তৈরি করা হয়েছে। প্রথম গ্রেডের ক্রিকেটাররা বছরে ৪৬ লাখ রুপি পান। দ্বিতীয় এবং তৃতীয় গ্রেডের ক্রিকেটারদের যথাক্রমে ২৮ লাখ এবং ১৯ লাখ রুপি দেওয়া হয়।

[৪] টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেট খেলার ক্ষেত্রেও পাকিস্তান ক্রিকেটাররা যথেষ্ট কম অর্থ পান। একটা টেস্ট ম্যাচ খেলার জন্য তাদের দেওয়া হয় ৩.৬ লাখ রুপি। আর ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের জন্য যথাক্রমে ২.২ লাখ এবং ১.৬ লাখ রুপি রুপি দেওয়া হয়। - লাহর টাইমস্

[৫] অন্যদিকে পাকিস্তানের চিরশত্রু ভারতের ক্রিকেটে টাকার ছড়াছড়ি। ভারতের এ প্লাস গ্রেডের ক্রিকেটাররা বছরে ৭ কোটি রুপি আয় করে থাকেন। দেশটির ‘এ’ গ্রেডের ক্রিকেটাররা ৫ কোটি এবং ‘বি’ গ্রেডের ক্রিকেটাররা ৩ কোটি এবং ‘সি’ গ্রেডের ক্রিকেটাররা ১ কোটি রুপি বছরে আয় করেন।

[৬] অর্থাৎ ভারতের সি গ্রেডের ক্রিকেটাররাও বাবর আজমের থেকে দ্বিগুণ বেশি আয় করেন। একটা টেস্ট ম্যাচ খেলার জন্য ভারতীয় ক্রিকেটাররা ১৫ লাখ রুপি আয় করেন। ওয়ানডের জন্য ৬ লাখ এবং টি-টোয়েন্টি ম্যাচের জন্য ৩ লাখ রুপি আয় করেন। এছাড়া ভালো পারফর্মেন্সের জন্য বোনাস তো আছেই। - ক্রিকটাইমস্

  • সর্বশেষ
  • জনপ্রিয়