শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২১, ০১:২৯ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২১, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিনোভ্যাকের টিকা নেওয়ার ৬ মাস পর কমতে থাকে অ্যান্টিবডি

আন্তর্জাতিক ডেস্ক: চীনের সিনোভ্যাক বায়োটেকের করোনার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার প্রায় ছয় মাস পর দেহে অ্যান্টিবডি কমতে শুরু করে। তবে বুস্টার হিসেবে তৃতীয় ডোজ নিলে এর কার্যকারিতা অনেক বেড়ে যায়। চীনা গবেষকদের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীনের জিয়াংসু প্রদেশ কর্তৃপক্ষ, সিনোভ্যাক ও অন্যান্য প্রতিষ্ঠান সম্মিলিতভাবে এই গবেষণা চালিয়েছে। তারা ১৮ থেকে ৫৯ বছর বয়সি প্রাপ্তবয়স্ক স্বাস্থ্যবানদের কাছ থেকে সংগৃহীত রক্তের নমুনা বিশ্লেষণ করেছে। দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাস পর এসব নমুনা সংগ্রহ করা হয়েছিল।

গবেষণায় দেখা গেছে, যারা দুই ও চার সপ্তাহের ব্যবধানে দুই ডোজ টিকা পেয়েছেন, তাদের দেহে ১৬ দশমিক ৯ শতাংশ ও ৩৫ দশমিক ২ শতাংশ অ্যান্টিবডির অস্তিত্ব পাওয়া গেছে। ছয় মাস পর এই মাত্রার চেয়ে কম অ্যান্টিবডি থাকলে তাকে নিম্নমাত্রার কিংবা অগ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হয়। গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে যাদের দুই ডোজ নেওয়ার ছয় মাস পর বুস্টার হিসেবে তৃতীয় ডোজ দেওয়া হয়েছে তাদের অ্যান্টিবডির মাত্রা তিন থেকে পাঁচ গুণ বাড়তে দেখা গেছে। গবেষকরা জানিয়েছেন, অ্যান্টিবডি কমে যাওয়ার মাত্রা কীভাবে টিকা কার্যকারিতার ওপর প্রভাব ফেলে তা এখনো স্পষ্ট নয়।

ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়