শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২১, ০৪:২৭ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২১, ০৪:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুক্তিযুদ্ধে প্রবাসীরা যেভাবে ভূমিকা রেখেছিল, বর্তমান মহামারিতেও অবদান রাখছেন : নাদেল

স্বপন দেব: [২] মহান মুক্তিযুদ্ধের সময় প্রবাসীরা যেভাবে ভূমিকা রেখেছেন তেমনিভাবে বর্তমান মহামারি পরিস্থিতিতে সরকারের পাশাপশি তারাও অবদান রেখে যাচ্ছেন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এ কথা বলেন।

[৩] তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনাকালীন সময়ে দেশের মানুষকে ভ্যাকসিনসহ স্বাস্থ্যসেবা প্রদানে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি প্রবাসী বিভিন্ন সংগঠনের ভূয়সী প্রশংসা করেন।

[৪] কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা প্রদানে কুলাউড়া উপজেলার যুক্তরাষ্ট্র প্রবাসীদের সংগঠন ‘কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনক’ এর অর্থায়নে বুধবার(১১ আগষ্ট) সন্ধ্যায় ২য় পর্যায়ে আরও ২০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

[৫] কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তারের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকির হোসেনের পরিচালনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী।

[৬] নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী বলেন, ইতোমধ্যে ২০ শয্যা কোভিড-১৯ আইসোলেশন ইউনিট চালু করার জন্য এ পর্যন্ত বিভিন্ন দাতাদের কাছ থেকে ৯০টি অক্সিজেন সিলিন্ডার পাওয়া গেছে। যা দিয়ে করোনা রোগীদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হচ্ছে। এছাড়া কুলাউড়া উপজেলা পরিষদের খাত থেকে ইতিমধ্যে করোনা চিকিৎসার জন্য ১০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। প্রয়োজনে আরও বরাদ্দের ব্যবস্থা করা হবে।

[৭] অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনক এর উপদেষ্টা আমেরিকা প্রবাসী সাইফুল আলম সিদ্দিকী করোনা চিকিৎসা খাতে ব্যক্তিগতভাবে ১ লাখ টাকা প্রদানের আশ্বাস দেন। পরে নাদেল চৌধুরী কুলাউড়া হাসপাতালের রোগীদের জন্য ৩০টি অক্সিজেন মাস্ক প্রদান করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়