শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২১, ০৩:৫০ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২১, ০৪:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে করোনামুক্ত হয়েও শারীরিক জটিলতায় ভুগছেন রোগীরা

মঈন উদ্দীন: [২] মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে কোভিড ইউনিটে চিকিৎসাধীন রোগীরা করোনা নেগেটিভ হওয়ার পরও হাসপাতাল ছাড়তে পারছেন না। আর ছাড়লেও আবার ফিরে আসতে হচ্ছে। গত তিন দিনের (১০ থেকে ১২ আগস্ট পর্যন্ত) হিসেবে দেখা গেছে, এ হাসপাতালে চিকিৎসাধীন রোগীর ১৮ দশমিক ৩৬ শতাংশ রোগী করোনামুক্ত হওয়ার পরও শারীরিক নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছেন। আর করোনা ইউনিটে নেগেটিভ হওয়ার পর মৃুত্যু হার ১৫ শতাংশ।

[৩] এছাড়াও আইসিইউতে যাওয়া রোগীদের মধ্যে করোনামুক্ত রোগী ১৮ দশমিক ৩৩ শতাংশ।

[৪] চিকিৎসকেরা বলছেন, ডেল্টা ভেরিয়েন্টে (ভারতীয় ধরণ) ‘পোস্ট কোভিড’ জটিলতা যেমন বাড়ছে; তেমন বাড়ছে হাসপাতালে এ ধরণের রোগী ও মৃত্যুর সংখ্যা। যারা পোস্ট কোভিড জটিলতায় ভুগছেন তাদের বেশির ভাগই করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শুরু করতে দেরি করার কারণে।

[৫] রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউর ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল বলেন, করোনা নেগেটিভ হওয়ার পর শারীরিক নানা জটিলতা নিয়ে আসা রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। আইসিইউতেও আগের চেয়ে এই রোগী বেশি হচ্ছে।

[৬] রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, করোনা থেকে সুস্থ হয়ে বাড়িতে গিয়েও অনেক রোগী ফিরে আসছেন। তাদের অনেকেরই হৃদরোগ ও উচ্চ রক্তচাপ ছাড়াও পাকস্থলী ও কিডনি অকার্যকরসহ বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিচ্ছে। এটা নতুন ধরণের রোগ। করোনা যা করার, প্রথম সাত দিনের মধ্যেই করে ফেলছে। করোনা দেহের অনেক কিছুই অচল করে দিয়ে চলে যাচ্ছে। তারপর যা হওয়ার তা-ই হচ্ছে।

[৭] এদিকে, চলতে মাসের ১২ দিনে (১ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত) করোনা ইউনিটে মারা গেছেন ১৭৯ জন। যাদের মধ্যে করোনামুক্ত হয়ে পরবর্তি শারীরিক স্বাস্থ্য জটিলতায় মারা যান ২৪ জন। এ ধারণের মৃত্যুর হার ১৩ দশমিক ৪১ শতাংশ।

[৮] এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে কোভিড আক্রান্ত আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও তিনজন। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তি স্বাস্থ্য জটিলতায় আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত কোভিড ইউনিটে এই ৯ জনের মৃত্যু হয়।

[৩] রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর একজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের দুইজন, নওগাঁর একজন, পাবনার দুইজন ও কুষ্টিয়ার একজন। এদের মধ্যে চারজন পুরুষ ও পাঁচজন নারী। যাদের মধ্যে তিনজনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে চারজন।সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়