শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২১, ০৩:১১ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২১, ০৩:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউন শে‌ষে জ‌মে উ‌ঠে‌ছে চৌগাছার পশুহাট

র‌হিদুল খান: [২] প্রায় এক মাস পর জাকজমকভাবেই শুরু হয়েছে চৌগাছার ঐতিহ্যবাহি পশুহাট। সকাল থেকেই শুরু হয় পশুবাহি বাহনের আগমন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পশু। এক সময় গোটা হাট এলাকা পশুতে ভরে উঠে। সকলের উপস্থিতিতে সৃষ্টি হয় মিলনমেলায়।

[৩] মহামারী করোনা ভাইরাসের কারনে গত দুই বছরে থেমে থেমে লকডাউনের কারণে অন্য সব কিছুর মতই থমকে যাই চৌগাছা পশু হাটের কার্যক্রম। বিশেষ করে গত ঈদুল আযহার আগে থেকে লকডাউনে টানা বন্ধ থাকে হাট। কোরবানীর আগে একদিন হাট চলার অনুমতি মিললেও প্রশাসনের কড়াকড়িতে সে ভাবে হাটের কার্যকম চলেনি। প্রায় ১ মাস পর বুধবার (১১ আগস্ট) লকডাউন শীতিল হলে চালু হয় পশুহাট। স্বস্তি ফিরে আসে হাটের সঙ্গে সম্পৃক্তদের মাঝে, প্রাণ চাঞ্চল্যতা ফিরে পাই হাটকে কেন্দ্র করে গড়ে উঠা হোটেল, রেস্তোরাসহ অন্যান্য ব্যবসায়ীদের মাঝে এমনটিই জানালেন হাটের সঙ্গে সম্পৃক্ত একাধিক ব্যক্তি।

[৪] বুধবার (১১ আগস্ট) সরেজমিন দেখা যায়, শতশত পশুতে হাটে পা ফেলার জায়গা নেই। ব্যাপক উপস্থিতি ঘটেছে ক্রেতা আর বিক্রেতাদের। হাটে উপস্থিতিদের অধিকাংশ মানুষকেই মাস্ক পরতে দেখা গেছে। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য হাট কর্তৃপক্ষ প্রচার মাইকের মাধ্যমে অবিরাম প্রচার চালাতেও দেখা যায়। এদিন বেচা কেনা হয়েছে সন্তোষজনক তাই সকলেই মহাখুশি। হোটেল রেস্তোরায় বেচা বিক্রি ভালো হওয়ায় হোটেল মালিকরাও আছেন স্বস্তিতে।

[৫] ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার পাতরা এলাকার গরু বিক্রেতা হারুন অর রশিদ, চৌগাছার দক্ষিণ সাগর গ্রামের আব্দুল্লাহ বলেন, এলাকা থেকে গরু কিনে সপ্তাহে দুই দিন। এ হাটে বিক্রি করে যা রোজগার হয় তাতেই চলে সংসার। টানা বন্ধের কারণে বেশ কষ্টে চলেছে দিন। কোরবানীতে গরু কিনে নোয়াখালীতে নিয়ে যায় কিন্তু কাঙ্ক্ষিত দাম না পেয়ে ফেরত আনা হয়। সেই গরু আজ হাটে এনেছি, হাট চলাতে আমরা খুশি।

[৬] হাটকে কেন্দ্র করে গড়ে উঠা হোটেল ব্যবসী রাজু আহমেদ, সাজ্জাদ হোসেন, বাবুল আক্তার, চা বিক্রেতা ইকরামুল হোসেন বলেন, প্রায় ১ মাস হাট বন্ধ থাকায় ব্যবসা বন্ধ হয়ে যায়। আজ হাট শুরু হওয়ায় বেচাকেনা ভালই হচ্ছে, আর যেন হাট বন্ধ না হয় সে দিকে নজর দিবেন সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ এমনটিই মনে করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

[৭] হাটের বিভিন্ন ধরনের কাজে নিযুক্ত রিপন হোসেন, আবু কালাম, হাফিজুর রহমান, আক্তার হোসেন, আমিনুর রহমান বলেন, পশুহাটের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে অনেক মানুষ জড়িত, তাদের সংসার চলে হাটের রোজগারের উপরে। দীর্ঘদিন বন্ধ থাকায় তারা চরম মানবেতর জীবন যাপন করেছেন।

[৮] পশুহাটের অন্যতম পৃষ্ঠপোষক গোবিন্দ কুমার রাহা বলেন, জীবিকা না জীবনটা আগে। তাই সরকার ঘোষিত কঠোর লকডাউনে আমরা সকলের নিরাপত্তা বিবেচনায় হাট বন্ধ রাখি। আজ চালু করেছি, সকলের মাঝেই প্রাণচাঞ্চল্যতা ফিরে এসেছে। আবার লকডাউনের মতো পরিবেশ যদি সৃষ্টি হয়। সে সময়ে পশুহাট আওতামুক্ত রাখার জন্য তিনি সংশ্লিষ্ঠদের হস্তক্ষেপ কামনা করেন।

[৯] পৌরসভার প্যানেল মেয়র ও যুবলীগ নেতা আনিছুর রহমান বলেন, মামলা জটিলতার কারনে হাট খাশ আদায় হয়। দীর্ঘদিন হাট বন্ধ থাকায় সরকার রাজস্ব হারিয়েছে আবার হাটের সঙ্গে জড়িত অনেকেই কষ্টে পার করেছে দিন। হাটের প্রথম দিনে আমরা কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করার চেষ্টা করেছি। আগামী হাট গুলোতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি জানান। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়